ডুমুরিয়ার মেধাবী সন্তান ঋতি ঢালী। লেখনীতে তার অসাধরণ প্রতিভা।যার কলমের স্পর্শ ফুটে ঊঠে মানস লোকের সু:খ-দু:খ। তার লেখা সমাজের অনেই সমাদর করেছেন।অল্পদিনেই তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছেন।স্থানীয় লোকের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানায় খুব অল্প বয়স থেকেই তার মধ্য এই প্রতিভা লক্ষ্য করা যায়, স্কুল ও পুজায় দেওয়াল পত্রিকা লেখার মাধ্যমে তার এ অসাধারণ সাহিত্যক প্রতিভার বিকাশ ঘটে। ঋতির সাথে সরাসরি কথা বলে জানা যায় সে বয়রা মহিলা কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী।সে তার লেখার মাঝে মানুষের জীবন চিত্র তুলে ধরতে চায়। তার ইচ্ছা আগামী বই মেলা তার একটা বই প্রকাশ করবে, সে সবার আশীর্বাদ প্রার্থী। তার অন্যতম একটা কবিতা নিম্নে-
¶ কবিতা: পাখি ঘর
•• ঋতি_ঢালী
পাখি আসে আর ফিরে ফিরে যায়,
যে নীড়ে ছিল তার চির সাথী
সে নীড় গেল ভেঙ্গে ঝড়ের গতিতে,
খুঁজে নাহি পায় তার সাথের সাথীকে।
নতুন দিনে প্রভাতের আলো
ছড়িয়ে পড়ে তার জায়গা যত,
একটু হেলে যায় যদি সে
আলোর প্রতাপ কমে যায় যে।
পাখি যায় উড়ে খাবারের খোঁজে,
এদিক ওদিক ঘুরে পেট ভরে খায়
আবার তৈরি করে নিজ নীড় সে
সাথী হীন কষ্টে আছে যে।
দুপুর গড়িয়ে বিকাল উঁকি দেয়
পিনপন দুপুর শেষ হলো যে,
শেষ বেলা পশ্চিম আকাশে যায়
এই ভাবে দিন যেন চলে যায়।
সারাদিন নীড় খোঁজে সাথী না নিয়ে,
আজ গেল চলে সাথী হীন হয়ে।
তবুও শান্তি পায় মনের কোণে,
খুজেছি তাকে অনেক হয়ত ব্যর্থ আমি।
পাখি তার গন্তব্য চালিয়ে যায়
বেঁচে থাকার আশা ছাড়ে না যে
নতুন প্রভাতের মত শুরু করে আবার
নতুন ভাবে সাজাবে বাসা।
না হয় আবার যাবে ঝড়ে হারিয়ে
তবুও সে মানবে না হার
আজি বেলা হলো শেষ,
নতুন বাসা বেধেঁছি থাকব সেথা আজি।
১২ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
৫৬ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৮ দিন ৪৩ মিনিট আগে
৭৩ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১৯ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
২২০ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৮ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে