ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামীভাস্করান্দ মঠ প্রাঙ্গণে বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ভুবন মঙ্গল ৮৬তম ১৬প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তনের আজ শুভ অধিবাস ।উক্ত মহতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বাবু নারায়ণ চন্দ্র চন্দ্র মাননীয় সংসদ সদস্য খুলনা-৫।প্রতি বছরের ন্যায় এ বছরও ২৮ শে মাঘ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রবিবার শুভ অধিবাসের মধ্যদিয়ে ১৬ প্রহর ব্যাপী (২দিন) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানের শুভ সূচনা হয় । ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার অরুণোদয় হতে ষোল প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন সহযোগের সেবা কার্যাদি,২রা ফাল্গুন ১৫ ই ফেব্রুয়ারি রোজ বুধবার,প্রভাতে কুঞ্জভঙ্গ নগর কীর্তন,ভোগ মহোৎসব,দধি মঙ্গল ও প্রসাদ বিতরণ, বিকাল ৩ ঘটিকা থেকে পদাবলী কীর্তন ।ভদ্রানদীর তীরে,খুলনা-সাতক্ষীরা সড়কের সম্মুখে হাজার মানুষের পদচারনায় মুখরিত হয় যজ্ঞভূমি ।সর্বধর্মের মিলনমেলায় পরিণত হয় মঠ মেলা ।অনুষ্ঠানকে কেন্দ্র্ করে সাত দিন ব্যাপী বসবে গ্রামীণ মেলা ।পসরা সাজিয়ে বসে মনোহরি,বিভিন্ন ধরনের খাবার,আসবাবপত্র,পূজার সামগ্রী নিয়ে ।মঠ পরিচালনা পর্ষদ তথ্য থেকে জানা যায় ইতিমধ্য সকল ধরণের প্রস্তুতি সম্পূর্ন হয়েছে ।মঠ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার মল্লিক বিষ্ণু পুরানের উদ্ধৃতি দিয়ে বলেন ঘোর কলির অমানিশায় কঠোর যন্ত্রণায় জগত জীবন সংসার সর্বগ্রাসী অধর্মের করাল কষাঘাতে নিষ্পেষিত। সনাতন ধর্মের অমৃতবাণী বিস্মৃত হয়ে অনাচার ও কুসংস্কারের আবর্তে মানবকুল আজ অনিশ্চিত অন্ধকারে নিমজ্জমান। তাই এই পতন প্রবন মানবতা উদ্ধারণে মুক্তির দূত হয়ে আবির্ভুত মহাবতারী শ্রীশ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছেন শ্বাশত বিশ্ব আত্মার শান্তির মহামন্ত্র- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। তিনি শুভানুষ্ঠানিকা অনুযায়ী এ সনাতনী মহানাম সংকীর্ত্তন এর প্রতিটি পর্বে সকলের সবান্ধব স্নিগ্ধ সুন্দর উপস্থিতি এবং ঐকান্তিক সহানুভূতিসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।
১২ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৫৬ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৮ দিন ৪০ মিনিট আগে
৭৩ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১৯ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২২০ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
২২৮ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে