খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা ৫ নং আটলিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত কাঠালতলা বাজার কমিটির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন মতবিনিময় করেন। বুধবার সকাল ১১ঘটিকার সময় চেয়ারম্যানের অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত বাজার কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন আগামীতে বাজারের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন এবং তার পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য উন্নয়নের জন্য তিনি চেষ্টা করে যাবেন । নবনির্বাচিত কমিটির সভাপতি আ:আজিজ শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ হাসান শেখ বিভিন্ন বিষয়ে চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য এম.এ সালাম, মনিরুজ্জামান মালী, আব্দুল হালিম মুন্না,পতিরাম হালদার, মনিরুল ইসলাম, পলাশ দাশ,নব নির্বাচিত কাঠালতলা বাজার কমিটির সহ সভাপতি আছাবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্লা, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ গাজী, দপ্তর সম্পাদক প্রহ্লাদ, প্রচার সম্পাদক হায়দার শেখ,ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
১২ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৫৬ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৮ দিন ৪০ মিনিট আগে
৭৩ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১৯ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২২০ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
২২৮ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে