দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
"অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে গতকাল দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি হয়। এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী,দুর্গাপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক,বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ,স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে মহড়া প্রদর্শন করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এতে নেতৃত্ব দেন দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক।
'সামনের দিনগুলোতে আরো জোরালো দুর্যোগ প্রতিরোধ গড়ে তোলা হবে' বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।
৭ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩০ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৮ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৪৮ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৬ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
১০০ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে