দুর্গাপুরে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুরে ধর্ষণ ও নবজাতককে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলার প্রধান আসামী দুদু মিয়া (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৫ অক্টোবর) সকালে মামলার প্রধান আসামী দুদু মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (১৪ অক্টোবর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুদু মিয়াসহ চার জনের নামে ধর্ষণ ও নবজাতককে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্র জানায়, গত ৩ এপ্রিল দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের স্বামী পরিত্যাক্তা (২৫) নারীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী দুদু মিয়া। এরপর লোক লজ্জায় বিষয়টি গোপন রাখা হলেও অন্তঃসত্ত্বার ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে গত ১২ অক্টোবর ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে ওই নারীকে পরিক্ষা-নিরিক্ষার জন্য নিয়ে গেলে সাত মাসের অন্তঃসত্ত্বার খবর আসে।
ওই সময় পরিকল্পিতভাবে গর্ভপাতের চেষ্টা চালায় ও ভুক্তভোগী ওই নারীর শরীরে বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করে আসামীর পক্ষে লোকজন। পরদিন ১৩ অক্টোবর সকালে ওই নারীর পেটে ব্যথ্যা শুরু হলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ছেলে সন্তান প্রসব হয়। তবে নবজাতকের অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নবজাতকের মৃত্যু হয়। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান,এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তধীন রয়েছে।
৭ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৩০ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
৪৮ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৮ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৬৬ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০০ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে