দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব পালিত
গারো বা মান্দি ভাষায় ‘ওয়ান’ শব্দের অর্থ ‘নৈবেদ্য’ আর ‘গালা’ শব্দের অর্থ কোনো কিছু উৎসর্গ করা। নতুন ফসল ঘরে ওঠার আগে শস্যদেবতার প্রতি কৃতজ্ঞতা জানাতেই গারো সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই ওয়ানগালা উৎসব পালন করে। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে এ উৎসব পালিত হয়। সকাল থেকেই ধর্মীয় আচার, গান, নৃত্য ও আলোচনাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে দিনব্যাপী ‘ওয়ানগালা উৎসব’ ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাধীনতার কবি নির্মলেন্দু গুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্টেশনারি অফিসের উপসচিব ব্রেঞ্জন চাম্বুগং, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার.) পারভীন আক্তার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি সাবেক মেয়র কামাল পাশা, আদিবাসী গবেষক ক্রসওয়েল খকসি, আদিবাসী নারী নেত্রী সাংবাদিক রাখী দ্রং প্রমুখ।
৭ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩০ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৮ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৪৮ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৬ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০০ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে