মা'দ'ক, ই'ভ'টি'জিং, বাল্য বিবাহ,জ'ঙ্গিবা'দ,নারী ও শিশু নি'র্যা'তন,পা'চা'র, মোবাইলের অ'পব্যবহার এবং গু'জ'ব প্র'তিরো'ধে সচেতনতা মূলক সভা করেছে ঈদগাঁও থানা পুলিশ।
১১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক,শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
প্রায় ২ শতাধিক ছাত্রীদের নিয়ে এ সচেতনতা মূলক সভাটি করা হয়েছে বলে জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ঈদগাঁওকে অ'প'রা'ধ মুক্ত রাখতে সামাজিক ভাবে সচেতনতা মূলক সভা করা হচ্ছে। সমাজ থেকে মা'দ'ক, বা'ল্য বিবাহ, ই'ভ'টি'জিং, নারী ও শিশু নি'র্যা'তন, গু'জব, মোবাইলের অ'পব্যবহার, জ'ঙ্গিবা'দের বি'রু'দ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।অ'প'রা'ধ সং'ঘ'ঠিত হওয়ার সম্ভাবনা দেখলে জাতীয় জরুরি সেবা অথবা থানায় তাৎক্ষণিক খবর জানাতে উদ্বুদ্ধ করা হয়েছে শিক্ষার্থীদের।
১৬১ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮২ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৮৫ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
২০৫ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
২১০ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
২১৩ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
২১৪ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে