গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪ বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের নাসার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ লাখাইয়ে বোরো ধান কাটা শুরু। কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা

মহেশখালীতে মোখা'র প্রভাবে ৩ লবণ কৃষক নিহত

ঘূর্ণিঝড় মোখা যখন উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছিল, তখন মহেশখালী দ্বীপের চাষিরা ঝড়ের কবল থেকে লবণ রক্ষার চেষ্টা করছিল, ওই সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তিন লবণ চাষি নিহত হয়। ঠান্ডাজনিত কারণে মৃত্যুর কারণ বলে জানিয়েছেন অনেকের স্বজনরা ৷ সাথে আহত হয় আরো কয়েকজন।


রোববার (১৪ মে) সকালে কৃষকরা বের হলেও বাড়ি ফিরতে অনেকের সন্ধ্যা হয়ে যায়, গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে ঠান্ডাজনিত কারণে একজন অসুস্থ হয়ে বাসায় ফিরে হাসপাতালে মৃত্যু বরণ করে, আর দু'জনের লাশ বাসমান অবস্থায় অন্য কৃষকরা খুজে উদ্ধার করে ৷ আরো ৫০-৬০ জন কৃষক ঠান্ডাজনিত কারণে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ৷ এর মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসায় ভাল হয়ে বাড়িতে ফিরেছেন বলে জানায় স্বজনরা৷ 


নিহতরা হলেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩৮) ও পানিরছড়া বারঘরপাড়ার মরহুম মতিনের ছেলে মো: আনছার(৫০) । 


সূত্র জানায়, রোববার সকাল ১০টায় পলিথিন ও লবণ উঠানোর জন্য শত শত শ্রমিক মাঠে যায়। বৃষ্টির মধ্যে কাজ করে ঠান্ডায় ছয়-সাতজন অসুস্থ হয়ে পড়লে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে রিদওয়ানকে (৩৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।


স্থানীয়রা জানিয়েছেন, রবিবাবার (১৪ মে) রাত সাড়ে ১১টায় লবণ মাঠে খুঁজে আনছারের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। অন্যদিকে লবণ মাঠে পলিথিন উঠাতে গিয়ে মৃত্যু হয় মুহাম্মদ নেছার নামের আরেকজনের। তাকে রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সময় সোনা মিয়া নামের আরেকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।


হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঠান্ডাজনিত কারণে তিনজনের মৃত্য হয়েছে, হোয়ানক ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪০-৫০ জন লবণচাষি এখনো ঘরে ফিরেনি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কয়েকজন সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৷


মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান জানান, মোখার প্রভাবে ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। ২জন সুস্থ হয়েছে, আরো ২জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ৷


মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন জানান, ‘তিন শ্রমিকের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার কথা শুনেছি।’

আরও খবর





মীর নাসির-মীর হেলালের সাজা স্থগিত

২৩ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে