পটুয়াখালীর গলাচিপায় দাতা সংস্থা ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ ও ‘অক্সফাম’ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডফ’ এর আয়োজনে মান্তা জেলে নারীদের অধিকার সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প কার্যক্রম বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসের হলরুমে সংস্থার নির্বাহী পরিচালক মো.শাহিন মিয়ার সভাপতিত্বে ও সংস্থার প্রজেক্ট ম্যানেজার মোঃ কবিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃজহিরুন্নবী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইউম, তথ্যসেবা কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজর প্রভাষক আবু হেনা মু. শোয়েব (আশিষ ঢালী), গলাচিপা সরকারি কলেজের প্রভাষক আলম মুহাম্মদ কাওসার, সাবেক কমিশনার মোঃশাহিন মিয়া প্রমূখ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংস্থার কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া মান্তা সম্প্রদায়ের জেলে নারীদের অধিকার সংরক্ষণ,জীবন মান উন্নয়ন ও সামাজিক বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট অংশীজনের সাথে সম্পৃক্ত থেকে ‘সিডফ’ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি উপকূলীয় অঞ্চলের গলাচিপা, ডাকুয়া,পানপট্টি ও রতনদী তালতলী ইউনিয়ন সহ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আওতাধীন এলাকাসমূহে মান্তা জেলে নারীদের নেতৃত্বে ‘নির্মান ও ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।নদীতে ভাসমান ছিন্নমূল মান্তা জেলেদের সহজ পদ্ধতিতে, হয়রানি মুক্ত ও কম খরচে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, ভিজিএফ কার্ড করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেশের নাগরিক হিসেবে তাদের ভোট অধিকার ও বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়। বাস্তবিক অর্থে এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মান্তা সম্প্রদায়ভুক্ত মৎস্যজীবী ভাসমান নারীদের নেতৃত্বে নির্মান ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন।
৩৩ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৬৬ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬৮ দিন ৫৫ মিনিট আগে
৭২ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
৭৪ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে