পটুয়াখালীর গলাচিপায় বর্তমান সরকার ধারাবাহিক উন্নয়ন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী গণ সচেতনতা মুলক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কতৃপক্ষ।
রোজ মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে সকাল এগারোটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোঃজেয়াদুল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন শাহ।
যুব উন্নয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন যুবশক্তি গঠনে চ্যালেঞ্জ ও করণীয় বিষয় বক্তারা বলেন, দেশকে স্মাট করার লক্ষ্যে একটি মানিবক-আদর্শিক-উন্নত সমাজ গঠনের জন্য যুব সমাজের ভুমিকা অপরিহার্য। এ জন্য সবার আগে যুবকদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা এবং সুস্থ সংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন তারা। পাশাপাশি তথ্য প্রযুক্তি অপব্যবহার ও অপ- সংস্কৃতির ছোবল থেকে যুবকদেরকে যত দূরসম্ভব দূরে রাখার উদ্যোগ গ্রহণের প্রস্তাবও দিয়েছেন তারা।
এই আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরজু আক্তার, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।
৩৩ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৬৬ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬৮ দিন ৫৫ মিনিট আগে
৭২ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
৭৪ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে