গলাচিপা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের উপর হামলা ও সাংবাদিক নিহতের ঘটনার বিচার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত।
রাজধানী ঢাকায় গত ২৮ শে অক্টোবর বিএনপি জামাতের মহাসমাবেশ চলাকালীন পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন গণ-মাধ্যম কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ লুটপাট ও সাংবাদিক নিহতের ঘটনার প্রতিবাদে ও নিন্দা জানিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার ৩০ অক্টোবর সকাল ১১ টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন। আরো বক্তব্য রাখেন প্রথিত যশা সাংবাদিক ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবু শংকর লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান। প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ চলাকালীন এর সাথে সংহতি প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, দপ্তর সম্পাদক সমীর দেবনাথ, আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার সহ স্বাধীনতার স্বপক্ষের সুধীজন একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে। সমাবেশে প্রেসক্লাব সভাপতি বলেন, অবিলম্বে সাংবাদিকদের উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই। এছাড়া নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলীয়ভাবে।
৩৩ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৬৬ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৮ দিন ৫২ মিনিট আগে
৭২ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৭৪ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে