গোপন বৈঠকের সময় পটুয়াখালীর গলাচিপা থেকে চার জামাত কর্মীকে আটক করেছে নির্বাচন পর্যাবেক্ষণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা।
এসময় তিনি নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে চার জনকে ৪৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। গত শনিবার (২ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে কিছু লোক গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়েছে।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে হাতেনাতে ধরা হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী গ্রামের রুস্তম আলীর ছেলে মোঃ আব্দুস সালাম (৬৭) গলাচিপা উপজেলার জংলা গ্রামের মোঃ আফসের হাওলাদারের ছেলে মো: ইসা মিয়া (৪০) ও একই উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামের মৌলভী আবুল কালামের ছেলে মোঃ নাজিম উদ্দিন এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঢেউয়ের তলা গ্রামের সুলতান তালুকদারের ছেলে মোঃ বিল্লাল তালুকদার (৩২)। পরে সহকারী কমিশনার (ভূমি) চার জনকে বেআইনি সমাবেশের দায়ে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
জানা যায়, অভিযুক্তরা জামায়াতের নেতাকর্মী ছিলো।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন তথ্যটি নিশ্চিত করেন।
৩৩ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৬৬ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৮ দিন ৫২ মিনিট আগে
৭২ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৭৪ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে