মেরেপুরের গাংনী থেকে তিন মাদ্রাসা ছাত্রী উধাও। গত রবিবার (২৮ মে) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে আত্মীয় স্বজনদের বাড়িতে খুজাখুজি করে সন্ধান না পেয়ে স্থানীয় বামুন্দী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছে তাদের পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীরা গাংনী উপজেলার দেবীপুর গ্রামের মেয়ে এবং বামুন্দি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে তাদের উদ্ধার করতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করছে বামুন্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন। ওই শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, রবিবার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। স্থানীয় ভাবে অনেক খোজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বামন্দী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিরুল ইসলাম বলেন, আমি শারীরিক অসুস্থতার কারনে গতকাল মাদ্রাসায় যেতে পারিনি। তবে খোঁজ নিয়ে জেনেছি আমাদের প্রতিষ্ঠানের তিন ছাত্রী সুমাইয়া,সূবর্ণা ও স্বপ্না তাদের কেও গতকাল মাদ্রাসায় উপস্থিত হয়নি এবং তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ (এস আই) ইসরাফিল হোসেন বলেন, বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের তিন মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে গতকাল তাদের পরিবারের সাথে কথা বলেছি। পুলিশ ইতিমধ্যে তাদের খোঁজে প্রাথমিক তদন্ত শুরু করেছে তবে থানায় লিখিত অভিযোগের পরে তদন্ত আরো জোরদার হবে।
৮২ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৯৫ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৯৬ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৮ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯৮ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯৮ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩২৪ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৭০ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে