উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত গাজীপুর সিটি করপোরেশন এর মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।
এ সময় গাজীপুর মহানগর আওতাধীন গাছা থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দরা বলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর মতো ইসলামি আন্দোলন বাংলাদেশও তাদের দলীয় নেতা গাজী আতাউর রহমান কে হাতপাখার প্রার্থী হিসেবে মনোনীত করেন।
উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য আরো বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চায় গাজীপুরের মাটিও মানুষের খেদমত করতে। তবে যদি ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার প্রার্থী গাজী আতাউর রহমান সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয় তাহলে গাজীপুরের মাটি ও মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য কাজ করে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন ঢাকা বিভাগের মধ্যে গাজীপুর অতি গুরুত্বপূর্ণ একটি জেলা আর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তিনি বলেন গাজীপুর সিটি কর্পোরেশন কে আধুনিক এবং মানবিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার বিকল্প নেই। গাজী আতাউর রহমান আরো বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, তারা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য রাজনীতি করে। তিনি আরো বলেন এবারের সিটি নির্বাচন যদি সুষ্ঠ ভাবে হয় তাহলে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার বিজয় নিশ্চিত হবে বলেও জানান।
উপস্থিত কর্মীদের উদ্দেশ্য করে গাজী আতাউর রহমান বলেন সকলে যেন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার জন্য কাজ করেন। তিনি আরো বলেন মানুষের ভালোবাসা এবং আস্থার জায়গা গড়ে তুলতে হলে সকলের কাছে গিয়ে ভোট চাইতে হবে। মানুষের আস্থা এবং বিশ্বাস কে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এগিয়ে যাবেন বলেও জানান।
সিটি কর্পোরেশন নির্বাচন যেন সুষ্ঠ ভাবে হয় তার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন সকল প্রকার নিয়ম শৃঙ্খলা মেনে যেন সবাই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহন করেন। আর এই আহবান জানিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
১৬৯ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৬৬ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৭৫ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
২৮৯ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে
৩২৫ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৮৮ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৩৮৮ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪০৭ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে