আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে রিটার্নিং অফিসার কার্যালয় কর্তৃক আয়োজিত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোঃ ফরিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর, জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাজীপুর, ৬৩ বিজিবি ব্যাটালিয়ন, গাজীপুর এর প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ।
রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপস্থিত সকলের সহায়তা কামনা করেন। তিনি নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালনে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।
জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সাফল্যমন্ডিত করতে গাজীপুর জেলা প্রশাসন তৎপর আছে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে যেকোন সহযোগিতা দেয়া হবে।
পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এটি আমাদের সাংবিধানিক দায়িত্ব। তিনি এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উপস্থিত সকলকে কাজ করে যেতে আহবান জনান। নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় স্থানীয় নির্বাচন অফিসার অথবা ক্ষেত্র বিশেষে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করার পরামর্শ দেন। ভোটদানের জন্য ভোটারগণ যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন সে উদ্দেশ্যে তিনি নিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টির জন্য কঠোর অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেন ।
সভায় নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ, পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬৯ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৬৬ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৭৫ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
২৮৯ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে
৩২৫ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৮৮ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৩৮৮ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪০৭ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে