গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই। উক্ত গণসংযোগ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাই কতৃক মনোনীত মেয়ের প্রার্থী হযরত মাওলানা গাজী আতাউর রহমান। এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে (১৭ মে) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়ের প্রার্থী গাজী আতাউর। ইশতেহারে বলা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করেন তাহলে গাজীপুরের মাটি ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবেন।
ইশতেহারে গাজী আতাউর রহমান আরো বলেন, গাজীপুর নগরীকে যানজটমুক্ত, জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিমুক্ত নগর ভবন, পরিকল্পিত দুর্ভোগ নিরসন, স্বজনপ্রীতি মুক্ত, বায়ু দূষণ, শব্দ দূষণ, নদী দূষণ, পানি সমস্যা সমাধান, নাগরিকদের নিরাপত্তা, ফুটপাত দখলমুক্ত, পাবলিক টয়লেট নির্মাণ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। এছাড়াও নগর স্বাস্থ্য প্রণয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাসা ভাড়া প্রণয়ন, ভিক্ষুক, হকার, ছিন্নমূল ও তৃতীয় লিঙ্গের মানুষের পুনর্বাসন, নারীবান্ধব গণপরিবহণ, সমাজ নিয়ে উন্নয়ন চিন্তা, হকার, মাদক ও সন্ত্রাসমুক্ত নগর গড়ে তোলা হবে। নির্বাচনী এই ইশতেহার বাস্তবায়নে নগরবাসীর মতামত নিবেন বলেও জানান।
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই , গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গাজীপুর মহানগরের জনগণের উদ্দেশ্য বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে দেশও জনগণের কল্যাণে কাজ করবে। অন্যায় অনিয়ম দূর্নিতির বিরুদ্ধে কাজ করবেন। ক্ষমতা নয় মানুষের উপকার করাই ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য।
তিনি আরো বলেন বাংলাদেশের কয়েকটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর দায়িত্বশীলগন , এবং তারা জনগণের প্রশংসা ও পাচ্ছেন। তাই তিনি মনে করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার প্রার্থীদের জয়ী করে দেশ ও জনগণের কল্যানে কাজ করতে যেন সুযোগ দেওয়া হয়। পীর সাহেব চরমোনাই গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণের প্রতি এই আহবান জানান।
১৬৯ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৬৬ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৭৫ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
২৮৯ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৩২৫ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৮৮ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে
৩৮৮ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪০৭ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে