১৯/০৬/২৩ তারিখ গাজীপুর জেলার জয়দেবপুর (হোতাপাড়া) থানাধীন ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ ২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এবং “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কাজী শফিকুল আলম, বিপিএম, পুলিশ সুপার, গাজীপুর ও প্রধান উপদেষ্টা কমিউনিটি পুলিশিং ফোরাম, গাজীপুর জেলা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এ্যাডভোকেট রিনা পারভীন, উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ গাজীপুর ও আহবায়ক, থানা সমন্বয় কমিউনিটি, পুলিশিং ফোরাম, জয়দেবপুর থানা, গাজীপুর। জনাব সৈয়দ মোরাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, গাজীপুর ও পৃষ্টপোষক কমিউনিটি পুলিশিং ফোরাম,জয়দেবপুর থানা, গাজীপুর। জনাব মোঃ মিরাজুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গাজীপুর ও প্রধান উপদেষ্টা, থানা কমিউনিটি পুলিশিং ফোরাম, জয়দেবপুর থানা,গাজীপুর।

জনাব নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), গাজীপুর। জনাব মাহাতাব উদ্দিন, অফিসার ইনচার্জ, জয়দেবপুর থানা, গাজীপুর ও প্রধান সমন্বয়ক, কমিউনিটি পুলিশিং ফোরাম, জয়দেবপুর থানা, গাজীপুর। জনাব হাজী মোঃ সালাহ উদ্দিন সরকার, চেয়ারম্যান, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ ও থানা কার্যকরী সভাপতি,কমিউনিটি পুলিশিং ফোরাম, জয়দেবপুর থানা, গাজীপুর এবং জনাব বীর মুক্তিযোদ্ধা ফরিদ আলম, আহবায়ক' থানা কমিউনিটি পুলিশিং ফোরাম, জয়দেবপুর থানা, গাজীপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন,পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্) ও প্রধান সমন্বয়ক, কমিউনিটি পুলিশিং ফোরাম, গাজীপুর জেলা। এ সময় আরো উপস্থিত ছিলেন, জয়দেবপুর থানার ০৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান'গন, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণ সকলেই জঙ্গি নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা, সাইবার ক্রাইম ও অপরাধ নিয়ন্ত্রণে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ ২০২৩ উপলক্ষে বিশিষ্ট কয়েকজন অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে একটি রেলি অনুষ্ঠিত হয়।