রাজবাড়ীর গোয়ালন্দে ১২ বছরের শিশু পানিতে পড়ে নিখোঁজ।
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি,২০ জুন ২০২৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে রবিন নামে ১২ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশু রবিন দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকার ময়না বেগমের ছেলে।
স্থানীয় বাসিন্দা শেখ জিয়াউর রহমান জিয়া জানান, সকালে ক্যানেল ঘাটের শাখা পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় রবিন। এ সময় শিশুটি পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অন্য শিশুদের চিৎকারে এগিয়ে এসে চেষ্টা করে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিসে ফোন দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালায়।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান দেশচিত্রকে জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। আড়াই ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি। এখনো উদ্ধার অভিযান চলমান। সেই সঙ্গে মানিকগঞ্জের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
১ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে