রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী সাইফুল মন্ডলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়ার মান্নান মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মোঃ ইবাদ শেখের দায়েরকৃত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলায় অন্যান্য আসামীরা হলো, একই এলাকার মৃত দাগু মন্ডলের ছেলে মোঃ মান্নান মন্ডল এবং তার স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে তানভির মন্ডল, সজিব মন্ডল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি, মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, হত্যা চেষ্টার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।