নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে মাসুদ সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় ব্যবহৃত ধারালো চাপাতিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লা পাড়ার মৃত সাত্তার মোল্লার ছেলে নাজমুল মোল্লা ও মিজান মোল্লা। এর আগে একই মামলায় প্রধান আসামি মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। তারই অংশ হিসেবে বিশেষ অভিযানে এসআই মো. রুস্তম আলী ও তার সঙ্গীয় ফোর্স ২ মার্চ ভোরে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকা থেকে মিজান ও নাজমুলকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
তিনি আরও জানান, এর আগে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মামলার প্রধান আসামি মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে লোটাস কলেজিয়েট স্কুলের সামনে মাসুদ সরদারের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হলে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
আহত মাসুদ সরদার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার জানিয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল। তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই মামলায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, কেউ ছাড় পাবে না।
এদিকে, এলাকাবাসী বলছে, গোয়ালন্দে এ ধরনের সহিংসতা বাড়ছে এবং প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও খবর