নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

দৌলতদিয়া পদ্মা নদীর বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও লিখিত অভিযোগ দায়ের।। এলাকায় উত্তেজনা

দৌলতদিয়া পদ্মা নদীর বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও লিখিত অভিযোগ দায়ের।। এলাকায় উত্তেজনা  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ড্রেজিংকৃত বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।  এ সময় বিক্ষুব্ধ জনতা বালুবাহী ড্রামট্রাক চলাচলের রাস্তা কেটে মাঝ বরাবর বাঁশ পুতে দেন। এ সময় তারা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার ছাত্তার মেম্বার পাড়ায় শতাধিক নারী-পুরুষ ও শিশু এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।  মানববন্ধন শেষে এলাকাবাসী গণ সাক্ষর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান এর নিকট দুপুর ২ টার দিকে একটি লিখিত অভিযোগ প্রদান করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  অভিযোগে বলা হয়েছে, পদ্মা নদীর পাড়ে থাকা ৭ নং ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়ার কয়েকশ পরিবার চরমভাবে ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। ঘাটের নাব্যতা বজায় রাখার জন্য বিআইডব্লিউটিএ কতৃপক্ষ এখানে ড্রেজার মেশিন দিয়ে খনন করে গ্রামের পাশের বালুর এক বিশাল এলাকা গড়ে তুলেছে। উত্তোলিত সেই বালু কিছুদিন ধরে অবৈধভাবে কয়েকটি ভেকু মেশিন দিয়ে তুলে শতাধিক ড্রাম ট্রাক যোগে প্রতিনিয়ত বিভিন্ন স্হানে বিক্রি করছে স্হানীয় কয়েকজন। স্হানীয় বিএনপির ছত্রছায়ায় থাকা এ লোকগুলো হলো মোশাররফ হোসেন ওরফে মুসা মন্ডল, বেলায়েত হোসেন, সোহেল মন্ডল এবং তাদের ব্যাবসায়ীক সহযোগী আরো কয়েকজন বিএনপি দলীয় নেতাকর্মী।  ড্রাম ট্রাকগুলো নদী হতে উপরে উঠার জন্য  পাড় কেটে একটি লম্বা রাস্তা তৈরী করা হয়েছে। এতে করে বর্ষা মৌসুমে গ্রাম রক্ষার জিও ব্যাগগুলো তুলে ফেলা হয়েছে।  তাছাড়া অনবরত ড্রাম ট্রাক  চলাচলের কারনে প্রচন্ড ধুলোবালিতে এলাকার মানুষের স্বাভাবিকভাবে শ্বাস- প্রশ্বাসও নিতে কষ্ট হচ্ছে। খাবার দাবারে মূহুর্তে  বালু পড়ে নোংরা হয়ে যাচ্ছে।  দূর্ঘটনারও আশংকা রয়েছে। গত বছর এখানে ড্রাম ট্রাকের চাপায় একটি শিশুর মৃত্যু হয়েছে। বালু টেন্ডারের কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। অভিযোগের বিষয়ে মোশাররফ হোসেন ওরফে মুসা মন্ডল বলেন, আমরা কেউই অবৈধভাবে বালু তুলছি না। যেখানে ড্রেজিংকৃত বালু ফেলা হয়েছে সেখানে তাদের প্রায় ৪০ বিঘা জমি রয়েছে। অন্যদেরও কমবেশি রয়েছে। তাছাড়া ওই বালু প্রশাসন টেন্ডার দিয়ে বিক্রি করেছে । টেন্ডারের নিয়ম অনুযায়ী জমির মালিক হিসেবে আমি একটি অংশ বরাদ্দ পেয়েছি এবং আরো কিছু এলাকা টেন্ডার পাওয়া এসএম মোল্লা ট্রেডার্সের কাছ থেকে কিনে নিয়েছি। সেই বালুই তুলে বিভিন্ন স্হানে বিক্রি করছি। তাছাড়া অভিযোগকারী শহীদ পাল ও গফুর পালকে ড্রাম ট্রাক চলাচলে তাদের জমি ব্যবহারের জন্য এ পর্যন্ত ১ লক্ষ ৬৮ হাজার ৫৮০ টাকা প্রদান করেছি। তারা আরো বেশি টাকা দাবি করছে। তা না মানাতে আজ কিছু লোকজনকে নিয়ে মানববন্ধন করেছে।  এ বিষয়ে গফুর পাল ও শহীদ পাল বলেন, আমরা জনস্বার্থে মানববন্ধন করেছি। বালু বাবদ তাদের কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি। তবে বেশ কয়েকগাড়ি বালু কিনেছিলাম। সেই বাবদ লেনদেন আছে।  এদিকে স্হানীয় কয়েকজন জানান, দৌলতদিয়া ঘাট এলাকায় মন্ডল এবং পাল বংশ উভয়ই বেশ দাপুটে।  উভয় গ্রুপেই বিএনপি এবং আওয়ামী লীগের পদ-পদবিধারী বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন বিশৃঙ্খলা না করতে উভয় পক্ষের প্রতি আহবান জানাচ্ছি। তবে বালু টেন্ডারের বিষয়ে তিনি কোন কিছু না বলে উর্ধতন পর্যায়ে কথা বলার পরামর্শ দেন।
আরও খবর