বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সত্য প্রকাশের অঙ্গীকার শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সভাপিত সেলিম সানোয়ার পলাশের সভাপিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সাধারন সম্পাদক জামিল আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা রফিকুল আলম, রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন, গোদাগাড়ী ডাংপাড়া বণিক সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল শামীম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সহ সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক আশ্রাফুর আলম, সদস্য আশরাফবাবু, আবু তাহের, আব্দুল্লাহসহ গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নানামুখী উন্নয়ন পরিকল্পনা এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে ও পেশাগত উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে