জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকে। সেকারণেই বিএনপি-জামায়াত নাশতার পথে চলছে।বিএনপি-জামায়াত কোনোদিন কারো কোনো কাজে আসে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপির কোনো নেতা নেই।'
রোববার (৯ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী গ্রামে উত্তরবাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমপি হোসনে আরা এসব মন্তব্য করেন। এর আগে দুপুরে চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে উঠান বৈঠকে একই কথা বলেন তিনি।
অনুষ্ঠিত উঠান বৈঠকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা
আরও বলেন, 'বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় আরাম-আয়েশে বসবাস করছে। তাঁর চিকিৎসাও কিছুটা চলছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।'
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, 'ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাতে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।'
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন এবং গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম ফটিক, মঞ্জুর জামিল কাকন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।
৩ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে