জামালপুরের ইসলামপুরে অপহরণের শিকার হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসীর সেই কিশোরী কন্যার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে ইসলামপুর থানা পুলিশের তত্ত্বাবধানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর থানায় দায়েরকৃত ওই কিশোরী কন্যাকে অপহরণ মামলার প্রধান আসামী মো. পূর্ণ ওরফে বাবু নাটকীয় ভাবে ভিকটিমকে স্ত্রী পরিচয়ে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় আদালতে হাজির হলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের আদেশ। একই সঙ্গে ওই কিশোরীকে তাঁর বাবা-মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন বিচারক। জেলহাজতে প্রেরণকৃত বাবু পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের ছোট ভাই। পরে আদালত থেকে ওই কিশোরীকে তাঁর বাবা-মা বাড়িতে নিয়ে যান।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার একব্যক্তি সপরিবারে দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। তাঁর ১৩ বছর বয়সী এক কন্যার সঙ্গে যুব মহিলা লীগের নেত্রী মুনমুন আক্তারের ভাই মো. পূর্ণ ওরফে বাবু মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের ওইপ্রবাসী সপরিবারে ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুরের গ্রামের বাড়িতে বেড়াইতে আসেন। ৩০ জুন সন্ধ্যায় বাড়ির সামনে সড়কে হাঁটাচলাকালে ওই কিশোরী কন্যাকে মুনমুন আক্তার এবং উরফা বেগমের কুপরামর্শে বাবু বিয়ে করা কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে পালিয়ে যায় বাবু। গত ২ জুলাই রাতে ভুক্তভোগী যুক্তরাষ্ট্রপ্রবাসী পক্ষে তাঁর ছোট ভাই বাদি হয়ে শিশু কন্যা অপহরণের অভিযোগে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে যুব মহিলা লীগ নেত্রী মুনমুন আক্তারের মা মামলার ২ নম্বর আসামি মোছা. ওরফা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। মামলায় ৩ নম্বর আসামি করা হয় যুব মহিলা লীগ নেত্রী মুনমুন আক্তারকে। পরদিন ৩ জুলাই ওরফা বেগম এবং মুনমুন আক্তার জামিনে মুক্তি পান। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আক্রাম হোসেন বলেন, 'অপহরণকালে ধর্ষণের শিকার হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এখন অপহরণকারী আসামি বাবুকে ডিএনএ পরীক্ষা করা হবে। মামলার তদন্ত চলছে।' ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'আদালতের আদেশে যুক্তরাষ্ট্রপ্রবাসীর অপহৃত কিশোরী কন্যা এখন তাঁর বাবা-মায়ের জিম্মায়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।'
৩ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে