জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'নৌকায় ভোট দিলে, দেশে উন্নয়ন হয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি-জাময়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র মানুষ বোঝে ফেলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।'
বুধবার (২৬ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ করাকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি হোসনে আরা এসব মন্তব্য করেন।
জামালপুর-২ ইসলামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি হোসনে আরা বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। ভালো থাকে দেশের মানুষ। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।'
গণসংযোগে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা আরও বলেন, 'বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ভঙ্গুর বানিয়ে ছিলো। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।'
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশে বলেন, 'ইসলামপুর আসনে সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।'
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।
৩ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে