জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা বলেনছেন, 'দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। সেকারণেই বর্তমানে মানুষ অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। চাকরি পেতে গেলেই লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়। ভিজিডি, ভিজিএফ, বযস্ক ভাতাসহ সরকারি কোনো নাগরিক সেবা পেতে গুনতে হয় হাজার হাজার টাকা। আওয়ামী লীগ নেতাকর্মীরা অনিয়ম-দুর্নীতি দেশটাকে ডুবিয়ে দিয়েছে। এজন্য দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।
রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জাতীয় পার্টির শাসনামল উন্নয়নের স্বর্ণযুগ উল্লেখ করে মোস্তফা আল মাহমুদ আরও বলেন, 'উন্নয়ন মানেই জাতীয় পার্টি। আর জাতীয় পার্টি মানেই জনগণের উন্নয়ন। জাতীয় পার্টি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন দেশের মানুষ শান্তিতে ছিল। আগামীতে জাতীয় পার্টিকে ছাড়া কোন দলকে মানুষ ভোট দেবে না। কারণ দেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন করতে হলে জাতীয় পার্টির প্রয়োজন।'
উপজেলা হাসপাতাল সংলগ্ন জাতীয় পার্টির উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলন উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সদসসচিব জাকির হোসেন খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব জিল্লুর রহমান বিপু।
মো. তারা মিয়ার সভাপতিত্বে এবং খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, সদস্য আনোয়ার হোসেন, মোখলেছুর রহমান, জেলা কমিটির সদস্য মাহমুদুল্লাহ প্রমুখ।
সম্মেলন শেষে কণ্ঠভোটে মো. তারা মিয়াকে সভাপতি এবং খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ইসলামপুর পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা এবং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ।
২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১০ দিন ১৯ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে