বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

ইসলামপুরের পৌর মেয়র আব্দুল কাদের সেখ 'ঘরের আগুনে' জ্বলছেন!

বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তোলে সম্প্রতি ইসলামপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের নেতৃত্বে মেয়র আব্দুল কাদের সেখ।

আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে দুইবারসহ টানা তিন মেয়াদে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র হয়েছেন মো. আব্দুল কাদের সেখ। ভোটের মাঠে পরাজয়ের গ্লানি তাঁর রাজনৈতিক জীবনে কখনো দাগ কাটেনি। তৃতীয় বারের মতো মেয়র হয়ে পৌরবাসীর খেদমত করে যাচ্ছেন তিনি। এছাড়া আব্দুল কাদের সেখ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও আসীন। এর আগে সাংগঠনিক সম্পাদক পদেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ৮ বছর আসীন ছিলেন  উপজেলা যুবলীগের সভাপতি পদে। কিন্তু এসব রাজনৈতিক পদ-পদবি তাঁর ধোপে টিকছে না। রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি-জামায়াত তথা অন্য কোনো দলের প্রপাগান্ডা কিংবা রাজনৈতিক কোনো কূটকৌশলের চালে নয়। বরং দীর্ঘদিন ধরেই সদলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক চালে বিপাকে পড়েছেন তিনি। করোনা যোদ্ধা খ্যাত মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারি আচরণ, সরকারি গুদামে মালামাল লুট, অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ করে মেয়র পদ থেকে তাঁকে অপসারণ চেয়ে ১১ কাউন্সিলর সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন।


আবেদনকারী অন্যান্যের মধ্যে হলেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একই ওয়ার্ডের কাউন্সিলর খাজা, উপজেলা যুবলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোহন মিয়া, উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছামিউল।কাউন্সিলরদের আবেদনের প্রেক্ষিতে মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তও হয়েছে।গত বুধবার (৯ আগষ্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের পৌর-১ শাখার উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে মেয়র মো. আব্দুল কাদের সেখের বিরুদ্ধে কাউন্সিলর কর্তৃক অনাস্থা প্রস্তাব দাখিল করার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যধারা গ্রহণের জন্য জামালপুর জেলা প্রশাসকে (ডিসি) নিয়োগ করা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী প্রয়োজনীয় সকল কার্যধারা সম্পন্ন সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


এনিয়ে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, আব্দুল কাদের সেখ নিজের কর্মফল ভোগ করছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষককদের মতে, ঘরের আগুনেই জ্বলছেন তিনি। সদলীয় নেতাকর্মী তাঁর রাজনৈতিক ইমেজ ও বলয় ভাঙতে ওঠে পরে লেগেছেন। উদ্দেশ্য হাসিল করতে গতবার মেয়র পদে আওয়ামী লীগের ভেতর থেকে ১০ জন দলীয় মনোনয়ন পেতে লবিং চালান। শেষমেশ নৌকার টিকেট পান আব্দুল কাদের সেখ। বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে মেয়রও হন। মেয়র হওয়ার পর থেকে স্বস্তিতে নেই আব্দুল কাদের সেখ। একদিকে সদলীয় নেতারা তাঁকে পাশকাটিয়ে চলেন। অন্যদিকে, কাউন্সিলররা নানাবিধ অভিযোগ তোলে মেয়র পদ থেকে তাঁর অপসারণ করতে সংশ্লিষ্ট দপ্তরে অনাস্থা প্রস্তাব দেওয়াসহ সংবাদ সম্মেলন ও আন্দোলন করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ নভেম্বর মেয়র পদ থেকে অনাস্থার দাবিতে আব্দুল কাদের সেখকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করেন ১১ জন কাউন্সিলর। পরে ২৭ নভেম্বর জেলা প্রশাসক এবং ১৪ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আব্দুল কাদের সেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন তাঁরা। গত ৮ জানুয়ারি ইসলামপুর পৌর শহরের বটতলা মোড়ে মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ, স্বজনপ্রীতি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেন পৌরসভার ১০ কাউন্সিলর। ৭ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মেয়র পদ থেকে কেনো অপসারণ করা হবে মর্মে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে মেয়র মো. আব্দুল কাদের সেখকে।


ওই অনাস্থার প্রস্তাবের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে সরেজমিন তদন্ত করা হয়েছে। প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ এর বিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি দখল ও মালামাল সরিয়ে নেওয়া, সরকারি সম্পত্তিতে অবৈধভাবে মার্কেট প্রতিষ্ঠা করে ভাড়ার অর্থ আদায়ের মাধ্যমে অসদুপায়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ এবং ঠিকাদার কর্তৃক নির্ধারিত কাজ সম্পন্ন করার আগেই চূড়ান্ত বিল প্রদানের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) ও (ঘ) অনুযায়ী কোনো পৌরসভার মেয়র তাঁর নিজ পদ থেকে অপসারণযোগ্য হবেন, যদি পৌরসভা বা  রাষ্ট্রের হানিকর কোনো কার্যকলাপে জড়িত থাকেন অথবা অসদাচরণ বা ক্ষমতা অপব্যবহারের দায়ে দোষী সাবস্ত হন। সুতরাং ইসলামপুর পৌরসভার মেয়র পদ থেকে কেনো অপসারণ করা হবে না, এই মর্মে আত্মপক্ষ সমর্থনে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয় আব্দুল কাদের সেখকে। পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, 'করোনা যোদ্ধা খ্যাত' মেয়র আব্দুল কাদের সেখকে দলের ভিতর থেকেই হয়রানি করা হচ্ছে। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে দলের এখানকার কতিপয় নেতা ওঠে পরে লেগেছে।' উপজেলা যুবলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. মোহন মিয়া বলেন, 'মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা রয়েছে। একারণে আমরা মন্ত্রণালয়ে তাঁর অনাস্থা প্রস্তাব করেছি। সরকারের ভাবমূর্তি রক্ষা করতেই আমাদের এই উদ্যোগ।'

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও পৌর মেয়র অভিযুক্ত আব্দুল কাদের সেখ বলেন, 'কাউন্সিলরদের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার অপরাজনীতির শিকার হয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি দলের মনোনয়ন প্রত্যাশী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউন্সিলরদের দিয়ে দলের ভিতর থেকেই একটি পক্ষ ওঠে পরে লেগেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীনউদ্দেশ্যে নানাবিধ অভিযোগ তোলে মেয়র পদ থেকে অপসারণের চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে।' পৌর কার্যালয় সূত্র জানা গেছে, ১৯৯৮ গঠিত হয় ইসলামপুর পৌরসভা। ২০১১ সালে মেয়র হন আব্দুল কাদের সেখ। ২০১৬ সালে প্রথম বারের মতো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন দেয় সরকার। এ নির্বাচনে নৌকা প্রতীকেও মেয়র হন তিনি। ২০২০ সালে অনেক জলপনা-কল্পনা শেষে ১০ জন মনোনয়ন প্রত্যাশিকে তিনি টপকে নৌকা প্রতীকে মনোনয়ন ভাগিয়ে নিয়ে তৃতীয় বারের মতো মেয়র হন। এ বিষয়ে ডিসি মো. ইমরান আহমেদ বলেন, 'মেয়র আব্দুল কাদের সেখের বিষয়ে চিঠি পেয়েছি। আমাকে প্রথম শ্রেণির কর্মকতা হিসেবে নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৭ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে