জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় দুইজন ব্যবস্থাপকের থাকার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ওই শাখায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ভাবে চললেও দায়িত্ব পালন করতে গিয়ে মনস্তাত্ত্বিক চাপে পড়েছেন এক সঙ্গে থাকা দুই শাখা ব্যবস্থাপক। বাংলাদেশ কৃষি ব্যাংকের ইসলামপুর শাখা কার্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বিশেষ করে ব্যাংকপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ইসলামপুর শাখা ব্যাংক সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট থেকে ব্যাংকের ওই শাখায় ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করে আসছেন মো. ফিরোজ জামান চৌধুরী। এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর শাখা ব্যবস্থাপক পদে যোগদান করতে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপজেলার মলমগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক মুহাম্মদ রবিউল ইসলামকে মূখ্য কর্মকর্তা পদ থেকে জ্যেষ্ঠ মূখ্য কর্মকর্তা পদে প্রমোশন দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাঁকে ইসলামপুর শাখায় ব্যবস্থাপক পদে যোগদান করতে আদেশ জারি করে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে। মুহাম্মদ রবিউল ইসলামও যথারীতি ব্যাংকের ওই শাখায় যোগদান করতে আসেন। আগে থেকে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করে আসা মো. ফিরোজ জামান চৌধুরীকে অন্যত্র বদলি না করায় ব্যবস্থাপক পদে যোগদান করতে জটিলতায় পড়েন মুহাম্মদ রবিউল ইসলাম।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর থানা মোড়স্থ ব্যাংকের শাখা কার্যালয়ে গিয়ে দেখা যায়, শাখা ব্যবস্থাপক ওই দুইজনই ব্যাংকে উপস্থিত। শাখা ব্যবস্থাপকের চেয়ারে বসে অফিসিয়াল কাজ করছেন মো. ফিরোজ জামান চৌধুরী। অন্যদিকে, একই কক্ষে সেবাপ্রার্থীদের জন্য রাখা চেয়ারে বসে তাঁর সঙ্গে গল্প করছেন যোগদান করতে আসা শাখা ব্যবস্থাপক মুহাম্মদ রবিউল ইসলাম।
মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, 'আমি গত ১২ সেপ্টেম্বর শাখা ব্যবস্থাপক পদে যোগদান করতে এসেছি। আমার যোগদানপত্র ইস্যূ করেছে ব্যাংকের প্রধান শাখা থেকে। কিন্তু ব্যাংকের এ শাখার ব্যবস্থাপককে এখনো অন্যত্র বদলি করা হয়নি। সেকারণেই কাগজপত্রে যোগদানের স্বাক্ষর করা হয়নি।'
যোগদান জটিলতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আপনি কী তবে অলস সময় কাটাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, 'অসল সময় কাটাচ্ছি না। অনুপস্থিত সহকারী কর্মকর্তার কাজগুলো করে যাচ্ছি।'
আগে থেকে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করে আসা মো. ফিরোজ জামান চৌধুরী বলেন, 'আমার বদলি সংক্রান্ত এখনো কোনো আদেশ পায়নি। সেকারণেই আমি যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছি। তবে, ব্যাংকের ময়মনসিংহ কার্যালয় থেকে বদলির আদেশ আজ পাওয়ার সম্ভবনা রয়েছে।'
২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ১৮ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে