জামালপুরের ইসলামপুর উপজেলায় কবরে বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষায় বসেছে মেয়ে মোছা. জিয়া আক্তার।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা দেয় সে।
মোছা. জিয়া আক্তারের বাবা চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামের বাসিন্দা জিয়াউল মোল্লা (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে আগের দিন রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান। পর দিন সোমবার সকালে পরীক্ষা ছিল জিয়া আক্তারের।
গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, জিয়া আক্তার উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কুমিরদহ উচ্ছ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলাবস্থায় তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর পর বাবা হারা জিয়া আক্তার ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে সোমবার রসায়ন বিষয়ে পরীক্ষা দিতে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করে।
সরজমিনে দেখা গেছে, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের দ্বিতল ভবনের ২ নম্বর কক্ষে পরীক্ষায় দেয় জিয়া আক্তার। এ সময় বাবার মৃত্যুর শোকে বারবার তাঁকে মুর্ছা যেতে দেখা যায়।'
জিয়া আক্তারের বড় বোন জুলেখা বেগম বলেন, 'আব্বার লাশ পারিবারিক গোরস্থানে সোমবার সকাল ৯টায় দাফন করা হয়েছে। পরে জিয়া আক্তারকে সঙ্গে নিয়ে আমি পরীক্ষা কেন্দ্র যাই। সে কোনোমতে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পেরেছে।'
কুমিরদহ উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ বলেন, 'জিয়া আক্তারের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে তাঁকে সান্ত্বনা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। পরে তাঁকে পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়।'
পরীক্ষা কেন্দ্রের সচিব ও গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ উদ্দিন বলেন, 'বাবা মারা যাওয়া জিয়া আক্তার সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। আমরা তাঁর সার্বক্ষণিক খেয়াল রেখেছি।'
২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১০ দিন ১৯ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে