বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিতের সূত্রহীন খবর ফেসবুকে শেয়ার-ট্যাগ করতে হিড়িক!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারদেশে আওয়ামী লীগ ৯৭ জনের মনোনয়ন ইতিমধ্যে নিশ্চিত হয়েছে মর্মে সূত্রহীন একটি খবর কয়েক দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘুরপাক খাচ্ছে। এতে যে ৯৭ জনের নাম প্রকাশ করা হয়েছে, তাঁরা সবাই চলতি জাতীয় সংসদের সংসদ সদস্য (এমপি)। নির্বাচন তফসিল ঘোষণার আগে হঠাৎ করে ৯৭ জনের দলীয় মনোনয়ন চূড়ান্তের খবরটি এমপিদের অনুসারীরা নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার করাসহ নেতা-কর্মী ও সমর্থকদের ট্যাগ করতে হিড়িক পড়েছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের এমন খবরের সত্য-মিথ্যা যাচাইয়ে চলছে নানাবিধ তর্কবিতর্ক। কেউ বলছেন, 'খবরটি শতভাগ গুজব।' কেউ বলছেন, 'খবরটি মিথ্যা ও বানোয়াট।' আবার কেউ কেউ বলছেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনোনয়ন নিশ্চিতের খবরটি ছড়ানো হচ্ছে। এটা কোনো গোষ্ঠীর মনগড়া তথ্য।' অনেকেই খবরটিকে মিথ্যা ও বানোযাটসহ গুজব আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)
'৯৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত যাদের' শিরোনামে একটি অখ্যাত অনলাইন নিউজপোর্টাল খবর প্রকাশ করে। এরপর ওই অনলাইন নিউজপোর্টালের সূত্র ব্যবহার করে
দেশের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি অখ্যাত  অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশ করা হয়। কেউ কেউ খবরটির ভিডিও কনটেন্ট বানিয়ে প্রচারও করছে।

মনোনয়ন চূড়ান্ত তালিকায় ৩৭ নম্বর রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। তিনি জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি। এছাড়া ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। তালিকার ৩৬ নম্বরে রয়েছে জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ এবং ৩৮ নম্বরে জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম।

সূত্রহীন প্রকাশিত ওই খবরে উল্লেখ করা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ শুরু করেছে বহু আগে থেকেই। ৩০০ আসনেই চালানো হয়েছে একাধিক জরিপ। সবগুলো জরিপেই ৩০০ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে ৯৭ জনের নিরঙ্কুশ জনপ্রিয়তা পাওয়া গেছে। যেকোনো পরিস্থিতিতে নির্বাচন হলেও এই ৯৭ জনের মনোনয়ন নিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এইসব সংসদ সদস্য আবারও দলীয় মনোনয়ন পাবেন। এইসব প্রার্থীকে ইতিমধ্যে সবুজ সংকেত দেয়া হয়েছে। কোনো বড় রকমের নাটকীয়তা না হলে, ২০২৪ এর সংসদ নির্বাচনে তাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। বিভিন্ন জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ৯৭ জনের তালিকা তৈরি করা হয়েছে মর্মে দাবি করে ওই অনলাইন নিউজপোর্টালটি।

ইসলামপুর আসনের এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবি দিয়ে তাঁর সমর্থকদের মধ্যে প্রকাশিত সূত্রহীন ওই খবরটি ফেসবুকে শেয়ার করাসহ ট্যাগ করতে হিড়িক পড়েছে।

ইসলামপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু বলেন, '৯৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত যাদের' শিরোনামে খরবটি মূলধারার কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। এতে বুঝা যায়, খবরটি ভুয়া।'

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক খোরশেদ আলম বলেন, 'ফেসবুকে আওয়ামী লীগের ৯৭ এমপির মনোনয়ন চূড়ান্তের খবরটি আমি অবগত। তবে দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের বিষয়ে আমাদেরকে জানানো হয়নি। খবরটির সত্যতা জানতে আরও একটু সময় লাগবে।'

ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর বলেন, 'মনগড়া সূত্রহীন খবর ফেসবুকে ছড়িয়ে দিয়ে জনসমর্থন আদায় করতে একটি চক্র ওঠে পরে লেগেছে। আমাদের সতর্ক থাকতে হবে, মিথ্যা ও গুজব খবরে কান দেওয়া যাবে না। এখনো দলীয় মনোনয়ন বিষয়ে কোনো এমপির নাম ঘোষণার সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ।'

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকে এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'একটি চক্র ফাঁয়দা লুটতে আওয়ামী লীগের ৯৭ এমপির মনোনয়ন চূড়ান্তের খবরটি ছড়িয়ে যাচ্ছে। বাস্তবিকপক্ষে খবরটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।'

আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৭ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে