জামালপুরের ইসলামপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা এগারোটায় উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডা. খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেচারচর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. শহীদ মোতাহার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, চরপুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান কাজী, চরগোয়ালিনী ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম তোতা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলীনূর, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রমের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের সভাপতি এস এম শাহীনুজ্জামান শাহীন।
দিনব্যাপী চোখের বিভিন্ন ধরনের আক্রান্ত স্থানীয় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ১৮ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে