বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

ফিলিস্তিনিদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের দিনে ইসলামপুরে সংগীতানুষ্ঠান! মঞ্চ ভাংচুর

ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও হামলায় ফিলিস্তিনি নাগরিকদের হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের দিনে গত শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে জামালপুরের ইসলামপুর উপজেলায় জমকালো আয়োজনে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগীতানুষ্ঠানে সঠিকভাবে পরিচালনা না করায় বিক্ষুব্ধ দর্শকেরা অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর করেছে।

উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ওই সংগীতানুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। রাষ্ট্রীয় শোক পালনের দিনে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় খোদ আওয়ামী লীগের নেতা-কর্মীরাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা জানান, রাষ্ট্র ঘোষিত যুদ্ধবিগ্রহ ফিলিস্তিনি নাগরিকদের স্মরণে শোক পালনের দিনে গানবাজনা করায় রাষ্ট্রবিরোধীর সামিল। তবে আয়োজকদেরর দাবি, ফিলিস্তিনি নাগরিকদের স্মরণে শোক পালনে সরকারের ঘোষণাটি তাঁদের, জানা ছিলো না।’

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালামের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উন্নয়নমূলক কাজগুলোর জানান দেওয়ার উদ্দেশ্যে ’প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও বাউল সংগীত’ নামে অনুষ্ঠিত হয় গানের ওই অনুষ্ঠানটি। এতে প্রধান আকর্ষণ ছিলো চিত্র নায়ক ফেরদৌস এবং চিত্র নায়িকা নিপুণ। নৃত্য ও গান পরিবেশের জন্য তাঁদের সফরসঙ্গী ছিলেন ২০ জন সংগীত শিল্পী। এছাড়া কুষ্টিয়া থেকে আগত বাউল সংগীত পরিবেশন করতে আসেন আরও একটি বাউল শিল্পী গোষ্ঠী। কিন্তু বিশৃঙ্খলায় রাত ১২টার দিকে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা।

সরেজমিনে দেখা যায়, লোকজন জমায়েত করে ধর্ম প্রতিমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড জানান দিতে জনগুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে হাফডজন তোরণ নির্মাণ করা। সংগীতানুষ্ঠান উপলক্ষ্যে নির্মিত এসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রীর ছবি বড় আকারে অঙ্কিত করা হয়। সপ্তাহখানেক আগে থেকেই সংগীতানুষ্ঠানের বিষয়ে উপজেলাজুড়ে মাইকিং করা হয়।

ইসলামপুর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ’একদিকে বিদেশি নাগরিকদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন। অন্যদিকে, অনাড়ম্বর সংগীত অনুষ্ঠান উপভোগ করাটা বড়ই বেমানান। পাশাপাশি এধরণের অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী পদে দায়িত্বে থেকে উপস্থিত হওয়াটাও সমীচীন নয়।’

ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর বলেন, ’রাষ্ট্র যেখানে যুদ্ধবিগ্রহ ফিলিস্তিনি নিহত নাগরিকদের স্মরণে শোক পালনের নির্দেশনা দেয়, সেখানে নারী-পুরুষ সম্মিলিত গানবাজনার অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী কীভাবে হাজির হন, সেটা রুচির দুর্ভিক্ষই বটে। এছাড়া রাষ্ট্র ঘোষিত বিদেশি নাগরিকদের স্মরণ শোক পালনের দিনে গানবাজনার অনুষ্ঠান করায় রাষ্ট্রেবিরোধীর সামিল। আমরা ধর্ম প্রতিমন্ত্রীর বেমানান কাজের নিন্দা ও তীব্র প্রতিবাদ করা হচ্ছে।’

অনুষ্ঠানের আয়োজক উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ’সন্ধ্যা ৭টার দিকে প্রধান অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। প্রায় ১৫ বছরে এ উপজেলায় প্রতিমন্ত্রী তাঁর উন্নয়ন চিত্র প্রদর্শনী দেখে ঘণ্টাখানেক পর তিনি চলে যান। এরপর হঠাৎ করে কিছু লোকজন উত্তেজিত হয়ে চেয়ার ভাংচুর করে। এতে সংগীতানুষ্ঠান শেষ করতে পারিনি। তবে এদিন যে ফিলিস্তিনি নাগরিকদের স্মরণে শোক পালনের সরকারের ঘোষণা ছিলো, সেটা আমার জানা ছিলো না। এদিন অনুষ্ঠান করাটা ভুল হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ’উপজেলা প্রশাসনের কাছ থেকে সংগীতানুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। তবে ওখানে ধর্ম প্রতিমন্ত্রী স্যারের উন্নয়ন চিত্র প্রদর্শনীর নির্ধারিত কর্মসূচী ছিলো।’

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, ’আয়োজকরা সংগীতানুষ্ঠানের অনুমতি নেয়নি। বিশৃঙ্খলারোধে অনুষ্ঠানে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে একদল পুলিশ পাঠানো হয়েছিল।’

সংগীতানুষ্ঠানে দায়িত্ব পালনকারী ওসি তদন্ত (পুলিশ পরিদর্শক) মো. আনছার উদ্দিন তরফদার বলেন, ’আয়োজকরা যথাযথভাবে অনুষ্ঠান পরিচালনা না করতে পারায়, দর্শকরা উত্তোজিত হয়ে কিছু চেয়ার ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। আমরা মূহুর্তের মধ্যেই উত্তোজিত দর্শকদের নিবৃত্ত করেছি।’

এবিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার চেষ্টা করা হলেও মোবাইল ফোনের সংযোগ না পাওয়ায়, তাঁর কোনো মন্তব্য নেওয়া যায়নি।

তবে চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিউর রহমান নাজির বলেন, ’ধর্ম প্রতিমন্ত্রী শুধু তাঁর উন্নয়ন প্রদর্শনী দেখেছেন। সংগীতানুষ্ঠান শুরুর আগেই প্রতিমন্ত্রী চলে গেছেন।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়ে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন এবিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্তগ্রহণ করেছে যে, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরাইলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে শনিবার সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে।

কিন্তু শোক পালনের এদিনে ধর্ম প্রতিমন্ত্রীর প্রধান অতিথিতে সংগীতানুষ্ঠান করায় সর্বমহলে চলছে নেতিবাচক সমালোচনা। 

আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৭ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে