জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়ন করছে। বিপরীতে বিএনপি নেতা তারেক জিয়া বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারের উন্নয়ন স্বীকার না করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশনের ক্যামেরার সামনে নাচে। বিএনপি দেশের উন্নয়ন বুঝে না।'
বুধবার (৫ অক্টোবর) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম সাপধরী ইউনিয়নের জোরডোবা গ্রামে সদ্য নির্মিত একটি গ্রামীণ রাস্তা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি হোসনে আরা আরও বলেন, 'ষড়যন্ত্রের কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করেই যাচ্ছে। ষড়যন্ত্রের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের জিয়াউর রহমান সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এমপি হোসনে আরা বলেন, 'জিয়াউর রহমানের মরণত্তোর বিচার হওয়া উচিৎ। কারণ সে খুনি।'
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবগলীগ নেতা মীর শরিফ হাসান লেলিন, সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহা আলম মণ্ডল, ইউপি মেম্বার আব্দুল ওয়াদুদ, ইউপি মেম্বার মেহের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুনার রশীদ মামুন প্রমুখ।
উল্লেখ্য, এমপি হোসনে আরার কোটায় বরাদ্দৃত ১০ টাকা ব্যয়ে জোরডোবা থেকে ইন্দুল্লামারী পর্যন্ত রাস্তাটি নির্মাণ করায় কটাপুর, রাজাপুর, ইন্দুল্লামারী, আকন্দপাড়াসহ ইউনিয়নের ২০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন।
২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১০ দিন ১৫ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে