জামালপুরের ইসলামপুর উপজেলার দাগী মাদক ব্যবসায়ী মোতালেব ইসলাম ওরফে বিপ্লব (৪৩)-কে এবার অস্ত্র মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ইসলামপুর থানায় পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় বিপ্লবকে জামালপুর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিপ্লব উপজেলার পূর্ব গামারিয়া দালালবাড়ী এলাকার মোজাম্মেল হক ওরফে ঠাণ্ডার ছেলে।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপন খবরের ভিত্তিতেই সলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল আলিম, এসআই আক্রাম হোসেন, এসআই তারেক আহমেদ, এসআই আব্দুল্লাহ আল রাব্বী, এসআই মাসউদুর রহমান এবং এএসআই মোজাহারুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ দল মাদক উদ্ধার করতে বিপ্লবের বসতবাড়িতে অভিযান চালায়।
এ সময় নিজ বসত ঘর থেকে একটি ৩ ফুট লম্বা ধারালো তরবারী উদ্ধারসহ মাদক ব্যবসায়ী বিপ্লবকে আটক করে পুলিশ। এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বাদী হয়ে রাতেই অবৈধভাবে দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে বিপ্লবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, 'বিপ্লব একজন দাগী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঢাকার ডিএমপির পৃথক তিনটি থানায় মাদক মামলা রয়েছে। আদালতে আদালতের হাজির করলে বিপ্লবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
৩ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ১১ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে