ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড

ইউপি চেয়ারম্যানের বাড়িতস্থ গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক-ইউপি মেম্বারসহ গ্রেপ্তার-১৪


জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক এবং ইউপি মেম্বারসহ ১৪ জনকে আদালতে সোপর্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায়  জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাত ১০টায় উপজেলার চিনাডুলী ইউপি চেয়ারম্যানের বসতবাড়িস্থ অস্থায়ী ইউপি কার্যালয়ের গ্রাম আদালত কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি-২ এর উপপরিদর্শক  (এসআই) আবু রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা চিনাডুলী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) জহরুল ইসলাম (৫২), শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমুল বাশার (৫২), সেকেন্দার আকন্দের ছেলে খোকন উরুফে ভুট্টো আকন্দ (৪২), খাজা মিয়ার ছেলে আমীর হোসেন (৩৫), মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর (৪৩), তারু মিস্ত্রীর ছেলে মনু শেখ (৫১), খাজা মিয়ার ছেলে আনোয়ার আকন্দ (৩৫), ইনতাজ আলীর ছেলে বাবু শেখ (৩৫), মকবুল হোসেনের ছেলে আলমাস মিয়া (৩৬), শ্রী জিতেন দাশরে ছেলে শ্রী জীবন দাশ (৩৪), ফকির আলীর ছেলে জালাল আকন্দ (৪০), বাদশা আলীর ছেলে জিয়াউর (৩৮), আব্দুল সবুর আকন্দের ছেলে হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০) এবং খশরু আকন্দের ছেলে সুমন আকন্দ (২২)।

জেলা ডিবি-২ এর এসআই আবু রায়হান বলেন,  চিনাডুলী ইউপির অস্থায়ী কার্যালয়ের একটি টিনসেড ঘরে দীর্ঘ দিন থেকে রমরমা জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমরা চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের বসতবাড়িস্থ ইউপির কার্যালয়ে অভিযান চালাই। এসময় জুয়া খেলার আসর থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া, আকবর আলী, মিরাজ শেখ, ফকির আলীসহ অনেকেই বলেন, 'ইউপি কার্যালয়ে দীর্ঘদিন ধরে রাতের বেলায় জুয়া খেলার আসর বসিয়ে আসছে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। রাত যত গভীর হয়, জুয়াড়ির সংখ্যা ততই বৃদ্ধি হয়। চেয়ারম্যান আব্দুস সালাম নিজেও একজন বড় ধরনের জুয়াড়ি। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন বাদ দিয়ে নিজ কার্যালয়ে জুয়া খেলে আসছেন। ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জুয়া খেলার আসর চলায় আমরা হতভম্ব।'

হারুন অর রশীদ নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 'চেয়ারম্যান আব্দুস সালাম তার কার্যালয় জুয়া খেলতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিয়ে আসছে। চেয়ারম্যান নিজেই একজন পেশাদার জুয়াড়ি। আমরা চেয়ারম্যানের হীনকর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।'

চিনাডুলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম বলেন, 'আমাদের কার্যালয়ে জুয়া খেলা হয় না। তবে স্থানীয় কিছু লোকজন সেদিন কার্যালয়ে বসে তাস খেলতে ছিল। মূলত আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমি আগে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ওঠে-পরে লেগেছে। আমি নির্দোষ।'

জেলা ডিবি শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, 'জুয়া খেলা নিরোধ আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৭ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে