যাচাই-বাছাইয়ে মনোয়ন বাতিল করার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান শাহীন। এর আগে যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা শাহীনের প্রার্থিতা বাতিল করে দেয়। পরে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন শাহীন। তাঁর রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এরশাদ, মো. জুয়েল, অ্যাডভোকেট সামিউল ইসলাম, এ এস এম রেজাউনসহ একদল আইনজীবী।
স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের রিট আবেদন আদালতে শুনানিতে অংশকারী আইনজীবী অ্যাডভোকেট সামিউল ইসলাম বলেন, ' বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. রশির উল্লাহর বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান শাহীন। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'স্বতন্ত্র প্রার্থী হাইকোর্টে তাঁর প্রার্থিতা ফেরত পেয়েছেন কি না, এবিষয়ে অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাইনি।' জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'আজ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছি। মূলত এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলাম। এখন নির্বাচনী প্রচারণা চালাবো। প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকাবাসী অনেক খুশি হয়েছেন। আশা রাখি, ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয় হবো।'
স্থানীয় সূত্রে জানা যায়, এসএম শাহীনুজ্জামান শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গয়েজ টেস্ট বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ডাক্তার খোরশেদুজ্জামান ট্রাস্ট্রের চেয়ারম্যান হিসেবে এলাকায় বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করছেন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে শাহীন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য জিয়াউল হক জিয়া, জাতীয় পার্টির মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিএনপির বহিস্কৃত নেতা তৃণমূল বিএনপি মনোনীত অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু।
৩ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে