নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

এক ইউনিয়নের টিসিবি'র পণ্য অন্য ইউনিয়নে বিক্রি!


জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ইউনিয়নের সরকারি বরাদ্দের টিসিবির পণ্য অন্য ইউনিয়নে গুদামজাত করে সেখান থেকে বিক্রি করার অভিযোগ উঠেছে। বিশেষ করে সাপধরী ইউনিয়নের বাসিন্দাদের অন্তত ২০ কিলোমিটার পথ ইঞ্জিন চালিত নৌকা যোগে যমুনা নদী পাড়ি দিয়ে আসতে হয় অন্য ইউনিয়নে টিসিবির পণ্য নিতে। 

সুবিধাভোগিদের অভিযোগ, নিজ ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে গিয়ে টিসিবির পণ্য নিতে হয়। ফলে একদিকে, ভূর্তুগি অর্থে টিসিবির পণ্য সরবরাহের সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। অন্যদিকে, বাড়তি অর্থ ও সময় ব্যয় হওয়ায় টিসিবির পণ্য নিয়ে সুফল পাচ্ছে না সুবিধাভোগিরা। তাঁদের দাবি, স্ব-স্ব ইউনিয়নে পণ্য সরবরাহ করতে হবে।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালায়ের আওতায় এ উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌর শহরে মাত্র ২টি ঠিকাদারিপ্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেডিং কোর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি করা হয়। এতে প্রতিজন সুবিধাভোগীর কাছে ১ কেজি চিনি ৫৫ টাকা, ২ কেজি মসুর ডাল ১৩০ টাকা এবং ২ লিটার সোয়াবিন তৈল ২২০ টাকায় বিক্রি করা হয়। বিপরীতে খোলা বাজারে এসব পণ্য ক্রয় করতে দ্বিগুণ অর্থ লাগে। 

সরেজমিনে দেখা যায়, বেলগাছা ইউনিয়নের কাছিমা এলাকায় একটি ভাড়াটিয়া ভবন থেকে টিসিবির পণ্য সুবিধাভোগীদের মধ্যে বিক্রি করা হয়। মেসার্স যমুনা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিসিবির পণ্য বিক্রি করে।

সুবিধাভোগী সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের আলমাছ মিয়ার স্ত্রী কল্পনা বেগম বলেন, 'ঝুঁকি নিয়ে যমুনা নদী পাড়ি দিয়ে অন্য ইউনিয়নে গিয়ে সরকারের দেওয়া কম মূল্যের টিসিবির পণ্য নিতে হয় আমাদের। এতে অর্থ এবং সময় দুটোই ব্যয় বেশি হচ্ছে।'

পেকুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মো. হালিম বলেন, 'যমুনা নদী পার হয়ে অন্য ইউনিয়নে গিয়ে পণ্য নিতে আমাদের নানাবিধ হয়রানির শিকার হতে হয়। আমরা চাই স্ব-স্ব ইউনিয়নের পণ্য যরনো স্ব-স্ব ইউনিয়নে সরবরাহ করা হয়।

মেসার্স যমুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল খালেক বলেন, 'ইউএনও স্যারের নির্দেশক্রমেই সাপধরী ইউনিয়নের টিসিবির পণ্য বেলগাছা ইউনিয়ন থেকে সরবরাহ করা হচ্ছে। এতে আমার কিছুই করণীয় নেই।'

সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান বলেন, 'জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকা যোগে অন্তত ২০ কিলোমিটার ঘুরপথে এসে টিসিবির পণ্য নিতে হয়। এটা অমানবিক।'

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ্ আলম মণ্ডল বলেন, 'ইউনিয়নে টিসিবির সুবিধাভোগী রয়েছে ১ হাজার ৮০০ জন। আমি সংশ্লিষ্ট ঠিকাদারকে সাপধরী ইউনিয়ন থেকে টিসিবির পণ্য বিক্রি করতে একাধিকবার বলেছি। প্রয়োজনে পণ্য আনা-নেওয়ার খরচও বহন করতে চেয়েছি। কিন্তু এতেও কর্ণপাত করছে না ঠিকাদার।'

গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, 'এ ইউনিয়নে ২ হাজার ১৫০ জন টিসিবির সুবিধাভোগী আছেন। কমপক্ষে ৩০ কিলোমিটার রাস্তা ঘুরপথে যাতায়াত করে বেলগাছা ইউনিয়নে গিয়ে পণ্য নিতে হয়। এতে সুবিধাভোগিরা নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন। ফলে টিসিবির পণ্যের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সুবিধাভোগিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, 'মন্ত্রাণলায়ের নির্দেশনা মোতাবেক অনুযায়ী টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে। এক ইউনিয়নের বাসিন্দারা অন্য ইউনিয়নে গিয়ে পণ্য উত্তোলন করলেও এতে আমাদের কিছুই করার নেই। তবে, ইতিমধ্যে ডিলার সংখ্যা বাড়ানো হয়েছে। আগামিতে স্ব-স্ব ইউনিয়ন থেকে পণ্য সরবরাহ করার সুযোগ সৃষ্টি হবে।'


আরও খবর