গতাকল সোমবার (১০ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার গুঠাইল বাজারে স্বপন সরকারের মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে একটি দোকানে আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসে ফোন করলেও তারা আসতে দেরি হওয়ায় স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। এসময় সোলায়মান কবীর স্বপনের মেসার্স নিউ সরকার মেশিনারি, কামাল হাসান সিদ্দিকির মেসার্স কাদের ট্রেড লিংক, মজিবুর রহমানের সার, বীজ ও কিটনাশকের দোকানসহ আকরামের চায়ের দোকান পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস এসে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন, আগুন লাগা দেখতে পেয়ে আমরা বিদ্যুৎ অফিসে ফোন করেছিলাম, তারা ফোন ধরেনি। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি তারাও ধরেনি। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস আসতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাজারের চারটি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় কোটি টাকা হয়েছে।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, 'বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।'
২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ২২ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে