রোববার (২৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা গেছে।
ইসলামপুর পৌরসভার মেয়ের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠান' বিষয়ভিত্তিক ওই পত্রে উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ইসলামপুর পৌরসভার মেয়র জনাব, আব্দুল কাদের সেখ মেয়ের দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে পৌরসভার ১১ জন কাউন্সিলর কর্তৃক বিভিন্ন অভিযোগে আনীত অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় সরকার তথা স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩৮ (১২) মোতাবেক ইসলামপুর পৌরসভার মেয়রের আসনটি গতকাল রোববার থেকে শূন্য ঘোষণা করা হয়। এছাড়া বিধানমত পৌরসভার মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।
এর আগে গত ২৯ এপ্রিল ১১ জন কাউন্সিলর কর্তৃক আনীত স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের মতো পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালনকারী আব্দুল কাদের সেখকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আব্দুল কাদের সেখ। গত ৬ মে ওই রিট আবেদন শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত করেন।
উল্লেখ্য, দুর্নীতি, সরকারি সম্পত্তি আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলে পৌর মেয়র আব্দুল কাদের শেখের অনাস্থা চেয়ে ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন পৌর কাউন্সিলররা। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য কাউন্সিলররা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছেও লিখিতভাবে আবেদন করেন। ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জনই ওই আবেদনে স্বাক্ষর করেন। গত ২৭ এপ্রিল বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার কার্যালয়ে অভিযোগ তদন্ত করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব ও পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ আজিজুর রহমান। ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে মেয়ের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, 'ইসলামপুর পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণার বিষয়টি জেনেছি। যথা সময়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।'
আব্দুল কাদের সেখ বলেন, 'মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে কি না, সেটা জানি না। তবে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।'
১ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে