নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

ইসলামপুরে দলবেঁধে এক তরুণীকে চার বন্ধুর ধর্ষণ

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণের শিকার হওয়ার রেশ কাটতে না কাটতেই আরেক তরুণী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুন)  বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে ভুক্তভোগী ১৫ বছর বয়সী ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এর আগে গত বুধবার (২৬ জুন) রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে গিয়ে একটি কাঠের বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে ওই তরুণকে।

এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে ভুক্তভোগী ওই তরুণীর মা বাদি হয়ে ইসলামপুর থানায় চারজনের নামোল্লেখে মামলা করেছেন। 

মামলার আসামিরা হলো, পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মমিনুলের ছেলে মাহিন রহমান জুবাই (১৮), সোনা আলীর ছেলে বাবু (২৮), সুরুজের ছেলে রাকিব (২০) এবং ভেঙ্গুড়া সর্দারবাড়ী মোড় এলাকার পিন্টুর ছেলে মাহফুজ (২০)। মামলার দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেছে।


স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে বর্তমানে বাবার বাড়িতে থেকে সাংসারিক কাজে সহযোগিতা করে আসছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে যায় ওই তরুণী। এসময় আসামি মাহিন রহমান জুবাই বেড়ানোর কথা বলে ওই তরুণীকে পৌর শহরের একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখানে আসামি বাবু মোবাইল ফোনের মাধ্যমে আসামি রাকিব এবং মাহফুজকে কল করে ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আসামি মাহিন ধাক্কা মেরে ওই তরুণীকে মাটিতে ফেলে দিলে বাবু তাঁর পরিহিত পায়জামা ও উড়না খুলে ফেলে। এসময় ওই তরুণী চিৎকার করলে আসামি মাহিন মুখ চেপে ধরে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বাবু, রাকিব এবং মাহফুজ পর্যায়ক্রমে জোরপূর্বকভাবে ধর্ষন করে ওই তরুণীকে। এতে ওই তরুণীর শারীরিক অবস্থা শোচনীয় পর্যায়ে গেলে বেকায়দা পড়ে ধর্ষণকারীরা। পরে রাত ৯টার দিকে ওই তরুণীকে তাঁর বাবার আমার বাড়ির সামনে রেখে চলে যায় আসামি বাবু। প্রথমে লোকলজ্জার ভয়ে ঘটনাটি পরিবারের লোকজনের সঙ্গে গোপন করে ওই তরুণী। ক্রমেই মানষিক অবস্থা অবনতি হওয়ায় পারিবারের লোকজন ওই তরুণীকে সন্দেহ করে। এক পর্যায়ে ঘটনার ভুক্তভোগী ওই তরুণী ঘটনার আদিঅন্ত খুলে বলে পরিবারের লোকজনকে। 


উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম অঞ্চলে গণধর্ষণের শিকার হন নবম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছর বয়সী এক তরুণী। ঘটনার ১৫ দিন পর ৫ মে ভুক্তভোগী ওই তরুণীর বাবা বাদি হয়ে চারজনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা দায়ের করার ঘণ্টাখানেকের মধ্যে প্রধান আসামি ওই ইউনিয়নের শিলদহ গ্রামের মুনতাজের ছেলে সাদিককে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। পরে কয়েক দিনের মধ্যে সহযোগী আসামি একই এলাকার সোবহানের ছেলে শিপন (১৯), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৫) এবং আরমান আলীর ছেলে ইউসুফ আলীকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। 


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। এর আগে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা গণধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। বর্তমানে গ্রেপ্তাররা কারাগারে রয়েছে। গণধর্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা যত ফন্দিই আঁটুক না কেনো, তারা পার পাবে না।'

আরও খবর