নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

ইসলামপুরে আইনশৃঙ্খলা সভায় ১২ ইউপি চেয়ারম্যানের মধ্যে ১১ জনই অনুপস্থিত!


জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যে মাত্র একজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। 



বুধবার (১৪ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে 


দেশের চলমান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১২টি ইউপির চেয়ারম্যানের মধ্যে ১১ জন চেয়ারম্যানই অনুপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামও সভায় অংশ নেননি। তবে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বলা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা হবে।




সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান। অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার,' উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যূঁথী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহাদী হাসান সানি।


সভায় প্রশাসনের পক্ষে সব ধরনের সহিংসতা বন্ধে সকল রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান জানানো হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অধিকাংশ ইউপি চেয়ারম্যান গা ডাকা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, জনরোষ থেকে রেহাই পেতে কিংবা গ্রেপ্তার এড়াতে ইউপি চেয়ারম্যানেরা আত্মগোপনে রয়েছে। তাঁরা কেউই তাঁদের বাসাবাড়িতে নেই বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এমনকি তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউপির মধ্যে ১১টিতেই আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান পদে আসীন। তবে একটি ইউপির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যানেরা হলেন, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মণ্ডল, চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার, চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা এবং পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার। কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বিএনপির সমর্থনে নির্বাচিত হয়েছেন।


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানেরা গা ঢাকা দিয়েছে। 


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হতে চেয়ারম্যানদের অবগত করা হয়েছে। মাত্র একটি ইউপির চেয়ারম্যান সভায় এসেছিলেন। অন্যরা প্রতিনিধি পাঠিয়েছেন। তবে কী কারণে ১১টি ইউপির চেয়ারম্যানেরা সভায় অংশ নেননি, সেটা খতিয়ে দেখা হবে।'

আরও খবর