ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট নাশকতা ও হামলার অভিযোগে জামালপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জামালপুর সদর থানায় পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকার হায়দার আলী নামে এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় আসামি জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এবং পৌর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শফিকুল ইসলামকেও আসামি করা হয়েছে। অথচ ঘটনার দুই বছর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর মারা গেছেন ছাত্রলীগ নেতা শফিকুল। শফিকুল পৌর শহরের পালপাড়ার মৃত নুরুল মেম্বারের ছেলে। শফিকুলের মা সুফিয়া বলেন, তাঁর ছেলে দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তাঁর স্ত্রী ও তিন বছরের একটি মেয়ে আছে। অথচ আমার ছেলের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হয়েছে। যারা আমার মৃত ছেলের নামে মামলা করেছে, তাদের বিচার দাবি করেন তিনি।
শফিকুলের ছোট ভাই রফিকুল জানান, প্রায় ২০ বছর আগে তাঁর বড় ভাই জামালপুর পৌর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তার পর দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন না।
মামলার বাদী হায়দার আলী বলেন, সব কিছু মামলাতেই লেখা রয়েছে। এই ব্যাপার পরে কথা হবে।
বিষয়টি নিয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সোহেল মাহমুদ বলেন, তদন্তকালে পুলিশ জানতে পারে, মামলার ৭৮ নম্বর আসামি মৃত। বিষয়টি আমরা আদালতকে
জানিয়েছি। বাদী যদি ইচ্ছা করে মৃত মানুষের নামে মামলা করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ২২ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে