নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

সাবেক ধর্মমন্ত্রীর ছোটো ভাইসহ আওয়ামী লীগের ৩১ নেতার বিরুদ্ধে মামলা


জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে ছাত্রদের মারধরের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাইসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আসামি করা হয়েছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান, ইউপির সাবেক দুই চেয়ারম্যানকে। এছাড়া ৮০ থেকে ৯০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মামলায় আসামি হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।


গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে ইসলামপুর থানায় মামলাটি করেন। 


মামলায় মানীত আসামির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,

ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খান, সাবেক পৌর মেয়র আব্দুল কাদের সেখ, সদ্য অপসারণকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক খলিল সরকার ওরফে খসখসা খলিল, সহসভাপতি ও ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, সহসভাপতি ও পলবান্ধা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন স্বাধীন ডিহিদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউনপির সাবেক চেয়ারম্যান শেখ মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক শাহ মো. মোহন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরো, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নূর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন এবং ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সভাপতি শাওন সরকার।



মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগষ্ট বেলা সাড়ে  ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে একত্রিত হয়। এসময় আন্দোলন ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার ওরফে খসখসা খলিলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, এবং আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জন আসামি কোপা দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান, পিঞ্জল মারাত্মক বিভিন্ন অস্ত্রপাতিতে সজ্জিত হয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। ছাত্রদের ব্যাপক মারধর করে। এতে বেশকয়েকজন ছাত্র গুরুতর আহত হন। উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।


স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের আগের দিন গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কোমর বেঁধে মাঠে নামে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম উকিলের নেতৃত্বে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঠ ছাড়া করতে সকাল থেকেই নেতা-কর্মীদের আগ্রাসী হয়ে উঠে। লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন মোড় দখলে নেন তাঁরা। শত শত নেতা-কর্মী দেশীয় অস্ত্র-সজ্জে সজ্জিত হয়ে 

ব্রহ্মপুত্র সেতুর পূর্ব পাশে অবস্থান নেন। উদ্দেশ্য সফল করতে আওয়ামী নেতা-কর্মীরা প্রথমে টার্গেট করে গণমাধ্যমকর্মীদের। 

বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্রের মহড়া দেয় তারা। এছাড়া হেলমেট পরিহিত একদল যুবক রাস্তায় ছাত্র সন্দেহ হলেই মারধর করে। মারধর গুরুতর আহত হয়ে বেশকিছু ছাত্র ও পথচারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। স্বাস্থ কমপ্লেক্সের

গেট সংলগ্ন সড়কে অস্ত্রের মহড়ার ছবি ও ভিডিও করাকালে আরমান সিদ্দিকী পল্লব নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে মোবাইল সেট কেড়ে নেওয়াসহ ক্যামারা ভাঙচুর করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। মুহূর্তের মধ্যে শান্ত ইসলামপুর অশান্ত হয়ে ওঠে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের তাণ্ডবে আন্দোলনকারী ছাত্ররা পিছু হটতে বাধ্য হয়। জনশূন্য হয় উপজেলা সদর।

সাবেক পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ' ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মামলায় আমাকে আসামি করা হয়েছে। অথচ ঘটনার দুই সপ্তাহ ধরে আমি ঢাকায় অবস্থান করতে ছিলাম।'


মামলার বাদী আইয়ুব আলী বলেন, 'আমি মামলা করেছি। ঘটনায় জড়িতদের আসামি দেওয়া হয়েছে।'


আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোনো পদে আছেন কি না, এমন প্রশ্নের জবাবে আইয়ুব আলী বলেন, 'সবকিছু ওসি স্যারকে বলেছি। ওই বিষয়ে আর কিছু বলার নেই বলেই মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।


ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, 'গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্রদের মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।'


আরও খবর