জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নস্থ বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল হালিমকে সভাপতি এবং গাইবান্ধা ইউনিয়নস্থ মরাকান্দী নছিমুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. এনামুল হককে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত শনিবার (৫ অক্টোবর) দুপুরে ইসলামপুর উপজেলা জামে মসজিদের বারান্দায় এক আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে ওই কমিটি গঠন করা হয়। উপজেলার দাখিল মাদ্রাসার সুপারগণকে কমিটির বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নব গঠিত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইসলামপুর উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ও মরাকান্দী নছিমুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. এনামুল হক বলেন, '৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার দাখিল মাদ্রাসাগুলোর সুপারদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রতিটি মাদ্রাসা থেকে অন্তত পাঁচজন সহকারী শিক্ষককে কমিটিতে স্থান দেওয়া হবে।'
২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ২২ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে