নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

ইসলামপুরে নিখোঁজ যুবককে উদ্ধারে পুকুরে খোঁজল ফায়ার সার্ভিসের দল, গভীর রাতে বাড়ি ফিরল যুবক !


জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজ এক যুবককে উদ্ধারে পুকুরের পানিতে কয়েক ঘণ্টা খোঁজেও তাঁর সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের একটি দল। কিন্তু গভীর রাতে নিখোঁজ ওই যুবক একাই বাড়ি ফেরার ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকাজুড়ে কোতুহলের সৃষ্টি হয়েছে।


ওই যুবকের নাম আরিফুর ইসলাম আরিফ (১৮)। তিনি উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের সকাল বাজার এলাকার আজাদ আলীর ছেলে।


গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে এই ঘটনাটি ঘটে। 



স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের ৭ ঘন্টা পর অক্ষত অবস্থায় বাড়িতে ফিরলেন যুবক আরিফুর ইসলাম আরিফ। সকলেই ভেবেছিলো আরিফ পানিতে ডুবে মরেই গেছে কিন্তু না,জীবিত ও অক্ষত অবস্থায় আরিফের বাড়ী ফেরাতে জমেছে উৎসুক জনতার ভিড়। আপসঃ কান্নার আওয়াজ। 


স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বসতবাড়ির পাশে পুকুরের গোসল করতে নামে আরিফ। এক পর্যায়ে পুকুরের পানিতে আরিফ ডুবে গেছে মর্মে তাঁর মা রৌশনারা বেগম ডাক চিৎকার দিতে থাকেন। প্রতিবেশীরা পুকুরের পানিতে আরিফকে নিখোঁজেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেন। কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান শেষে আরিফের সন্ধান না পেয়ে  ডুবুরি দলের সদস্য চলে যান। 


চোখের সামনে পুকুরের পানিতে ডুবে ছেলে নিখোঁজে হওয়ায় মা রৌশনারা বেগম কাঁদতে কাঁদতে পাগলপ্রায়। রাত আড়াইটার দিকে আরিফ একাই বাড়িতে উপস্থিত হন। পুকুরের পানিতে নিখোঁজের পর জীবন্ত বাড়ি ফিরে আসায় যুবক আরিফকে দেখতে আশেপাশের লোকজনের ভিড় জমে।



পুকুরে গোসল করতে নেমে আরিফ নিখোঁজ হয়ে কোথায় গিয়েছিলো?  নাকি সে কোনো দুষ্কৃতকারী হাতে ধরা পড়েছিল? এসব বিষয়াদি নিয়ে নানা মহলে নানা ধরনের প্রশ্নে সৃষ্টি হয়েছে। কেউ কেউ ঘটনাটি 

 ভৌতিক কাণ্ড হিসেবে অভিহিত করেছেন।



আরিফের মা রৌশনাই বেগম বলেন, আমার চোখের সামনে আরিফ পুকুরে গোসল করতে নামে। পানিতে ডুব দেওয়ার অনেকক্ষণ পরও আরিফকে পাওয়া যাচ্ছিল না। তখন আমি আশেপাশের লোকজনকে ডাকতে থাকি। প্রতিবেশীরা পুকুরে জাল ফেলে আরিফকে উদ্ধারে চেষ্টা করে। কিন্তু আরিফের সন্ধান মিলছিল না। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুকুরের পানিতে নেমে আরিফকে উদ্ধার করতে চেষ্টা চালায়। গভীর রাতে আরিফ বাড়ি ফিরেছে। এ ঘটনায় আমরা হতবাক। বর্তমানে আরিফ  শারীরিকভাবে কিছুটা অসুস্থ। 


চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, 'ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ যুবক আরিফকে উদ্ধারে চেষ্টা করেও তাঁর সন্ধান পাননি। কিন্তু গভীর রাতে আরিফ বাড়ি ফিরেছে। ঘটনাটি মনে হয় ভৌতিক।'


আরও খবর