ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের অপসারণ না করার দাবিতে জামালপুরের ইসলামপুর উপজেলায়
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইউপি সদস্যরা।
আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে ইউপি সদস্যদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে
উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার ১২টি ইউপির সাধারণ আসনের সংসদ এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা। এসময় 'এক দফা, এক দাবি, ইউনিয়ন পরিষদ সদস্যদের অপসারণ চলবে না, চলবে না', 'আমাদের দাবি, মানতে হবে' লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন ইউপি সদস্যরা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চিনাডুলী ইউপির প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান ফারুক, চরপুটিমারী ইউপির সদস্য সোহাগ, পাথর্শী ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাপধরী ইউপির সদস্য আব্দুল ওয়াদুদ, গাইবান্ধা ইউপি সদস্য নজরুল ইসলাম, গোয়ালেরচর ইউপির সদস্য মনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চলতি মাসেই দেশের ইউপির নির্বাচিত সদস্যদের অপসারণ করতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে মর্মে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে আমরা চিন্তিত হয়ে পড়েছি। আমরা বলতে চাই, ইউপি চেয়ারম্যান রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচনে অংশ নিলেও ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেনি।
জনগণের ভোটে আমরা নির্বাচিত। পরিষদ ভেঙে দিয়ে সদস্যদের অপসারণ করলে, সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে। তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিঘ্নিত হবে।
ইউপি সদস্যরা আরও বলেন, 'আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমথর্ন দিয়েছি। এখন অন্তর্বর্তী সরকারের পক্ষে কাজ করে যাচ্ছি। এলাকার জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদেরকে অপসারণ করা হলে জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দাবি, দেশের যেসব ইউপির সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেটা তদন্ত সাপেক্ষে শুধু তাঁদেরকে অপসারণ করা যেতে পারে।'
পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বরাবর তাঁদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ইউএনওকে দেন তাঁরা।
ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'অপসারণ না করার দাবিতে ইউপি সদস্যরা
বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন। এছাড়া একই দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বরাবর তাঁদের দাবি সংবলিত একটি স্মারকলিপি আমাকে দিয়েছেন। বিষয়টির আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।'
২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ২৬ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে