জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষককে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কর্তৃক লাঞ্ছিতের ঘটনার সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষক সমাজ। এছাড়া বিচারের দাবিতে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন পালন করেছেন তাঁরা। আইনানুসারে পদক্ষেপ গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলীর কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকেরা।
সোমবার (৬ মার্চ) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখত বক্তব্য দেন পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনল ইসলাম। এর আগে একইদিন বিচারের দাবিতে মানববন্ধন পালন করেন শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করেছেন ইসলামপুর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ।
জানা যায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় গত ১ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনল ইসলামসহ বেশ কয়েকজন সহকারী শিক্ষককে লাঞ্ছিত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও তার সহযোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনল ইসলাম বলেন, 'বিদ্যালয়ের নামে চার একর কৃষি জমি বেদখল করে উৎপাদিত ফসল দীর্ঘদিন থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আত্মসাৎ করে আসছে। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া সভাপতি পদে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ দেওয়ায় নিয়োগ প্রার্থীদের কাছে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও গাছ বিক্রির ৪ লাখ টাকা আত্মসাৎ করেছে জয়নাল আবেদীন। এনিয়ে জয়নাল আবেদীনকে আসামী করে জামালপুর আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ১৯৯৯ সালের দায়ের করা বিশেষ জেলা ও দায়রা জজ আদালতে দুর্নীতি প্রতিরোধ আইনের মামলায় ইতিমধ্যে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত হয়েছে জয়নাল আবেদীন। সাজাও ভোগ করেছে। সম্প্রতি কারাগার থেকে জামিন হয়ে এলাকায় এসে শিক্ষকদের বিরুদ্ধে ওঠেপরে লেগেছে জয়নাল আবেদীন। এক পর্যায়ে গত ১ লা মার্চ বিদ্যালয় চলাকালে সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন তাঁর সহযোগীদের নিয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করাসহ বিদ্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এনিয়ে জয়নাল আবেদীনের নামউল্লেখ করে আমরা ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, উলিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজিদুল ইসলাম ময়না, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চিনাডুলী এস. এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম বিজয়, হাড়গিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুব্বাত আলী প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি অভিযুক্ত জয়নাল আবেদীন বলেন, 'আমি হলাম ওই বিদ্যালয়ের জমিদাতা। আমাকে বাদ দিয়ে এহডক কমিটি গঠন করে যা ইচ্ছা তাই করে যাচ্ছে প্রধান শিক্ষক। এখন আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে।'
২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১০ দিন ১৯ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে