অবৈধভাবে জমি দখলের অপপ্রচারের অভিযোগ তোলে সংবাদ সম্মেলন ডেকে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণবিষক সম্পাদক ও ইসলামপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোহন মিয়া।
গতকাল বুধবার (২২ মার্চ) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোহন মিয়া বলেন, 'আমার রাজনৈতিক ক্যারিয়ার বিনষ্ট করার হীনমন্যতায় স্থানীয় একটি কুচক্রীমহল ওঠে-পরে লেগেছে। ওই চক্রটি ইতিমধ্যে আমার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের মনগড়া তথ্য সরবরাহ করে একটি গণমাধ্যমে খবর প্রচার করেছে। এছাড়া কুচক্রমহলটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য চাউর করে আসছে। আমি ওইসব অপপ্রচারের নিন্দা ও তীব্র প্রতিবাদ করছি। দীর্ঘদিন থেকে দলীয় এবং পৌরসভার কাউন্সিলর পদে আমি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বাস্তবতা হচ্ছে, আমি কারোর ভোগদখলীয় জমি বেদখল করিনি। বরং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে নিয়ে আমার নামনীয় জমি আমি সীমানা চিহ্নিত করেছি মাত্র। এতে আমি তো কোনো অপরাধ করিনি। তবে আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে কেনো?
সংবাদ সম্মেলনে পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর খাজাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১০ দিন ১৬ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে