নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

ইসলামপুরে ইজিপিপি প্রকল্পের কাজ শেষ হওয়ার দুই মাস পরও মজুরি পাননি শ্রমিকরা

 জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য সরকারের গৃহীত ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুকূলে কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) ৪০ দিনের প্রথম পর্যায়ের প্রকল্প কাজ শেষ হওয়ার প্রায় দুই মাস পরও মজুরি পাননি নিবন্ধিত সুবিধাভোগী শ্রমিকরা। এতে প্রকল্পের আওতায় অতিদরিদ্র শ্রমিকসহ শ্রমিক সর্দারেরা অর্থাভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কাজ শেষের এতদিন পরও মজুরি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এমন অভিযোগ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইইপি) চেয়ারম্যানগণের। তবে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দাবি, শ্রমিকদের মজুরি বিল যথা সময়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।'

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ইজিপিপি প্রকল্পে স্বাভাবিকভাবে কায়িক পরিশ্রম অক্ষম অতিদরিদ্র শ্রমিকদের মাথাপিছু ৪০০ টাকা দৈনিক মজুরিতে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ করানো হয়। ৪০ কর্মদিবসের প্রকল্পের প্রথম পর্যায়ে গত ২৬ নভেম্বর একযোগে উপজেলার ১২টি ইউনিয়নে ৫৫টি প্রকল্পের কাজ শুরু করা হয়। এতে ২ হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্প তত্বাবধায়ন করেন ইউপি চেয়ারম্যানগণ। প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করেন ইউপির  সদস্যরা। গত ২৮ জানুয়ারি প্রতিটি প্রকল্পের বিপরীতে বরাদ্দের অর্ধেক টাকা উত্তোলন করেছে প্রকল্পের সভাপতিরা। গত ৩১ জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিন্তু অদ্যাবধি এসব শ্রমিকের ২০ দিনের মজুরি পরিশোধ করা হয়নি।

সোবার (২৭ মার্চ) উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ জানান, শ্রমিকরা সপ্তাহে পাঁচ দিন কাজ করেছেন। প্রতি বৃহস্পতিবার এক সপ্তাহের কাজের বিল একসঙ্গে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পুরো ৪০ দিন কাজ শেষ হলেও মাত্র ২০ দিনের কাজের বিল দেওয়া হয়েছে। এরপর দুই মাস গত হলেও বাকি বিল দেওয়া হয়নি। মাটি কাটার মতো কষ্টকর কাজ করেও বিল না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা। 

পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল বলেন, 'শ্রমিকরা দিন এনে দিন খায়। সপ্তাহে পাঁচ দিন হিসাবে ৪০ দিনের কাজে প্রায় দুই মাস লেগেছে। এ সময়ে তারা অন্য কোনো কাজও করতে পারিনি। ধার করে, দোকানে বাকি রেখে খাওয়া-পরা চালিয়েছে। এখন সবাই টাকা চাচ্ছে। কিন্তু বিল না পেয়ে তাদের টাকা দিতে না পেরে খুব বিপদে আছে শ্রমিকরা।’ 

সাপধরী ইউপি চেয়ারম্যান শাহাআলম মণ্ডল বলেন, ‘৪০ দিনের কাজের ২০ দিনের বিল না পাওয়ায় রোজা থেকেও অন্যের জমিতে শ্রম দিতে হচ্ছে শ্রমিকদের।’ 

চরপুটিমারী ইউপির চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ‘কাজ শেষ হয়েছে দুই মাস আগে। কিন্তু এখনো অর্ধেক টাকা পায়নি শ্রমিকরা। মজুরির টাকা না পাওয়ায় তাদের সংসার চালাতে বড়ই কষ্ট হচ্ছে।'

চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, 'শ্রমিকরা তাদের মজুরি টাকা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।'

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, 'অতিদরিদ্র শ্রমিকরা কামলা দিয়ে যা আয় করে, তা দিয়েই সংসার চলে। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার দুই মাস পরও টাকা পাচ্ছে না তারা। এখন টাকার অভাবে সংসার চালাতে পাচ্ছে না। জরুরি ভিত্তিতে তাদের মজুরি টাকা দেওয়া প্রয়োজন।'

পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, 'প্রকল্পের কাজ শেষ হওয়ার দুই মাস পরও টাকা না পাওয়ায় প্রতিদিনই শ্রমিকদের নানা কথা শুনতে হচ্ছে। এতে আমরা বিপাকে পড়েছি।'

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, 'পাশ্ববর্তী উপজেলার শ্রমিকেরা প্রায় মাসখানেক আগে মজুরি টাকা পেলেও আমাদের শ্রমিকেরা এখনো টাকা পায়নি। এতে আমরা প্লাস প্রকল্পে কাজ করাতে হিমশিম খাচ্ছি।'

বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, 'শ্রমিকেরা টাকার জন্য সকাল-বিকাল বাসায় আসছে। কিন্তু কর্তৃপক্ষ টাকা না দিলে আমাদের কি করার আছে? শ্রমিকদের টাকা না পেয়ে বড়ই কষ্টে দিনাতিপাত করছে।'

নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান বলেন, 'দীর্ঘ সময়েও টাকা দিতে না পারায় শ্রমিকদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে।'

গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, 'অতিরিদ্র শ্রমিকেরা তাদের মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। মজুরি টাকার জন্য আমাদের কাছে সকাল-বিকাল ধর্ণা দিচ্ছে। আমরা পিআইওর কার্যালয়ে যোগাযোগ করলেও সমাধান মিলছে না।'

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বিল না পাওয়ায় শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ‘শ্রমিকদের কাজের মজুরির বিল যথা সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগও করছি। আশা রাখি, কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংক হয়ে প্রত্যেক শ্রমিকের মোবাইলে নম্বরে বিলের টাকা চলে যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, 'যাতে শিগগিরই শ্রমিকেরা তাদের মজুরির টাকা পান, সেবিষয়ে খোঁজখবর রাখছি।'

আরও খবর