জামালপুরের ইসলামপুর উপজেলায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে উপজেলার নোয়ারপাড়া এবং চিনাডুলী ইউনিয়নের সীমান্তবর্তী উলিয়া বাজারে পৃথক দুইটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর থানা পুলিশের আয়োজনে 'জনতাই পুলিশ, পুলিশই জনতা' স্লোগানকে সামনে রেখে চিনাডুলী এবং নোয়ারপাড়া ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদের সাবেক সহসম্পাদক কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস।
পুলিশিং কার্যক্রম ও পুলিশী সেবার নানা বিষয় তোলে ধরে বক্তব্য দেন, চিনাডুলী ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা এসআই তারেক মাহমুদ এবং নোয়ারপাড়া ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা এসআই মাসউদুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আয়ুব আলী মাস্টার, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ সদস্য শাজাহান শেখ, পল্লীসিকিৎসক হানিফ উদ্দিন,
চিনাডুলী ইউপির সাধারণ সদস্য নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশে ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'আপনাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। যে কোনো সময় পুলিশী সেবা পেতে নির্দ্বিধায় আমাদের জানাবেন, আমরা আইনানুসারে সেবা দেবো। কোনো ধরণের অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না। মানুষের আইনগত অধিকার নিশ্চিত করতে পুলিশ নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয় না।'
২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১০ দিন ১৯ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে